আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী নায়িকা এবং আমি

● সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা - থেলিস চাঁদের আলোয় একলা বসিয়া, শুনতেছিলাম গান । কে যেন হঠাত বলিয়া উঠিলো, “কেমন আছো জান” । চমকে উঠিলাম কণ্ঠ শুনিয়া, নিলাম দীর্ঘ নিঃশ্বাস । তাকাইয়া দেখি পেছনে দাঁড়াইয়া, নায়িকা অপু বিশ্বাস । মুচকি হাসিয়া কাছেতে আসিলো, বসিতে করিলাম মানা ।

আমায় দেখিয়া ছুটিয়া আসিলো, নায়িকা রোমানা । এইখানে আর থাকা যায় না, বাড়িতেছে মোর ঈর্ষা । হাতখানা মোর টানিয়া ধরিলো, সুপারস্টার বর্ষা । হ্যাঁচকা টানে হাত ছাড়াইয়া, ছুটিয়া চলিলাম আমি । উদ্ভট এক দাবী লইয়া দাঁড়াইলো, নায়িকা মৌসুমী ।

আমি নাকি তার মেয়ের জনক, নাই নাকি মোর ক্ষমা । তাহার কথায় সাপোর্ট কাটিলো, নায়িকা পূর্ণিমা । এই দেশে আর থাকিবো না আমি, চলিয়া যাবো অনেক দূর । এইবারও কে যেন রাস্তা আটকাইলো, এ যে, নায়িকা শাবনুর । টানিয়া আমায় বাসায় লইয়া, যেই না দিলো চুমি ।

আতঙ্কে আর উৎকণ্ঠায় মোর, ভাঙ্গিয়া গেলো ঘুমই । এমন স্বপ্ন কেন দেখিলাম, পাইনা খুঁজে কূল । এ যাত্রায় তো বাঁচিয়া গেলাম, সবই ছিলো মনের ভুল । ----------------------------------------------- [ বিশেষ দ্রষ্টব্য ঃ আমার এই লেখা গত ১৮ তারিখ দুপুর ১ টা ২৪ মিনিটে প্রথম আমার একটি ফেসবুক পেজ থেকে পোষ্ট করা হয়েছিল এবং এর পর বিভিন্ন পেজ আমার এই লেখা আমার নাম ছাড়াই কপি-পেস্ট করা শুরু করে । আমার পেজের লিঙ্ক ঃ (Click This Link) ।

অন্য যে সব পেজ এই কবিতা পোষ্ট করছে তারা সবাই ১৮ তারিখ ১ টা ২৪ এর পর ] ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।