আমাদের কথা খুঁজে নিন

   

সাহারা আর নদী বাংলা চলচ্চিত্রের অশ্লীল নায়িকা! আসলেই কি?

ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! বাংলা সিনেমায় একসময় অশ্লীলতার প্রচন্ড দাপট আছিল। সুশীলরা তখন লুকাইয়া বাংলা সিনেমা দেখত আর আলপিনে মজা লইত। ভাবটা এমন ছিল যে বাংলাদেশে এখন সিনেমা বানানো হয়না...পর্ন বানানো হয়। আসলেই কি? মুনমুন ময়ুরীদের দিয়ে যে অশ্লীলতা শুরু হয়েছিল সেসব কি পর্ন মুভির সাথে তুলনা দেওয়ার মত? তাহলে কেন এই প্রচার?অশ্লীলতা?নগ্নতা? আপনি ঘরে বসে রেইন আর পচা টিভি দেখবেন। এলাকার সিনেমায় বাংলা সিনেমা চালাইলে দেশ রসাতলে গেল বলে চিল্লাইবেন এইটা কেমন হয়? বাংলা সিনেমায় পর্ন বানানো হয়না।

তবে হইলেও মন্দ হইতোনা। এই দেশের মানুষ পর্ন এত পছন্দ করে যে দেশী মাল মনে করে আরো ভাল করেই মজা নিত দেখে। (আমার একান্ত ভাবনা) এখন সাহারা আর নদীর কথায় আসা যাক। কয়টা মুভি দেখেছেন তাদের? কতটুকু অশ্লীল মনে হয়েছে তাদেরকে? কি কারনে অশ্লীল মনে হইল? ব্যাখ্যা দিতে পারবেন কি? সাহারাকে আমার দুয়েকটা মুভিতে গানের দৃশ্যে পোশাক চয়েসে বেখেয়াল মনে হয়েছে। সেটাও প্রথমদিকে।

তারপরে কিন্তু ভালভাবেই সে ব্যাক করেছে। শাকিব খানের সাথে জুটি বেধে ভাল ভাল মুভিও সে করেছে। আর প্রথমদিকে লো বাজেটের মুভিতে যদি একটু কমার্শিয়াল না হইত তাহলে সাহারাকে এতদিনে কেউ মনেই রাখতোনা(বাংলাদেশের সিনে দর্শকদের কথা বলেছি) তাহলে তাকে কেন ট্যাগিং দেওয়া হইল? ব্লগার জালাতন বলেছে রুবেলের সাথে কোন একটা মুভিতে(বিষাক্ত চোখ) সে অনেক খোলামেলা হয়েছে। যদিও ঢাকার হলে সেই খোলামেলা আমার নজরে পরেনাই। মফস্বলে হয়ত খোলামেলা গান দেখাইয়া থাকতে পারে।

তাহলে সাহারার নামে এইটুকুই বদনাম??? আর তারজন্য ট্যাগিং দিয়া দিলেন অশ্লীল নায়িকা বলে? তাহলে শাবনুর মৌসুমি আর পপিকে কেন সেই ট্যাগ দেন নাই?? #এইবার আসি নায়িকা নদীর কথায়। এই মেয়েকেও ট্যাগ দেওয়া হয়েছে অন্যায় ভাবে...আপনের কি তার এমন কোন মুভি দেখা হয়েছে যেটাতে তাকে অশ্লীল মনে হয়েছে??? নুরা পাগলা নামের একটা মুভিতে তার ড্রেস আমার পছন্দ হয়নাই। একটু দৃষ্টিকটু লেগেছে। ঐ সময় তো পপি ও নদীর মত ই ড্রেস পর্তো। শাকিবখানের সাথে পপির ঐ সময়ের মুভিগুলো দেখলেই আমার কথার সত্যতা পেয়ে যাবেন।

মান্নার সাথে নদীকে খুব ভালোভাবেই আমাদের পরিচালকেরা পর্দায় উপস্থাপন করেছেন। ভাল হিট ছিল তাদের মুভি। কিন্তু তাকেও ট্যাগ করা হয়েছে অশ্লীল নায়িকা বলে। অশ্লীল মুভির নায়িকা বলে। অথচ সিনেমা বানান পরিচালকেরা।

সেই পরিচালকেরা এখনো সদর্পে বিচরন কর্তেছে আমাদের চলচ্চিত্রে। আর ট্যাগ দিয়ে নদীকে ফেলে দিয়েছেন সিনেমা থেকে। কি চমৎকার দেখা গেল! পুরা বাংলাদেশের ট্যাগের রাজনীতি দেইখা অতিষ্ট। সিনেমার নায়িকাও বাদ যায়নাই। পলি শায়লা সহ আরো সি গ্রেডের নায়িকা থেকে নদী আর সাহারা যথেষ্ট স্মার্ট এবং বাংলা সিনেমার উপযোগী।

অথচ তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ময়ুরী পলি আর শায়লাদের কাতারে। সাহারার সাথে শাকিবের সহায়তা ছিল বলে অথবা সাহারার সাথে মুভিতে শাকিব হিট হয়ে যাওয়ার কারনে পরবর্তিতে সাহারা মেইনষ্ট্রীমে ফিরে আসতে পেরেছে। কিন্তু নদী? ভাগ্য তাকে সহায়তা করেনাই। একটা ইন্ডাষ্ট্রীতে সবধনের মুভি ই হইবে। লো বাজেট হাই বাজেট সবধরনের।

কিন্তু বাংলাদেশের বর্তমান পরিচালকদের ভাবখানা এমন আমরা লো বাজেটের মুভি বানাইনা। ফলাফল? সিনেমা নির্মান কমে যাওয়া। কমার্শিয়াল মুভির সংখ্যা কমে যাওয়া। শাকিব অপুতে একঘেয়েমিতে পেয়ে বসা দর্শকদের। আমরা চাই সাহারা নদীর মত নায়িকারা পুরোদমে আমাদের সিনেমাতে ব্যস্ত হোক।

পরিচালকেরা তাদের কাছ থেকে অভিনয় আদায় করুক। অল্প বাজেটে ভালো মুভি বানানের চেষ্টা করুক একসময় গরীবের মান্না নামে আমিন খান আর আলেককে চালানো হইত। এখনো গরীবের শাকিব খান নামে চালানোর মত নায়ক আমাদের আছে। তাদের কাজে লাগানো হোক। সবধরনের মুভিতে ভরে উঠুক আমাদের সিনেমাহলগুলো।

কোলাহল ফিরে আসুক আমাদের এফডিসিতে। সেই কামনায় রইলাম আমরা। পলি শায়লা ময়ুরিদের আমি সিনেমায় দেখতে চাইনা। কারন তাদের নামেই যমে টানে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৫০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.