আমাদের কথা খুঁজে নিন

   

দৌলতপুরে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন

চতুর্থ দফায় উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত আলী আকবর (টেলিফোন প্রতীক) নির্বাচন বর্জন করেছেন। আজ রবিবার বেলা সাড়ে এগারটায় হলুদবাড়িয়া গ্রামে আলী আকবর তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আলী আকবর অভিযোগ করেন, আওয়ামী লীগ সর্মথিত প্রার্থীর পক্ষে প্রশাসন কাজ করছে। প্রশাসন হেলিকপ্টার প্রতীকে ওই প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে সহযোগিতা করছে। বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার ঘটনা ঘটেছে। এসব ব্যাপারে প্রশাসনকে একাধিকবার অবহিত করলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলীসহ দলের স্থানীয় নেতারা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।