আগের রাতেই টিমের সঙ্গে হোটেলে যোগ দিয়েছেন জিয়াউর রহমান। রুবেল হোসেন আঙুলে ব্যথা পাওয়ায় নেওয়া হয়েছে জিয়াকে। কাল নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করেছেন এই অলরাউন্ডার। সম্ভবত ২৫ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে খেলতেও দেখা যাবে তাকে। জিয়াকে নিয়ে লেট মিডল অর্ডারের সমস্যা হয়তো মিটেছে দলের।
কিন্তু মাশরাফি বিন মর্তুজার ইনজুরি এখনো ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সাইড স্ট্রেইনের পাশাপাশি এখন তিনি ভুগছেন শ্বাসকষ্টে। যদিও কাল ওভার পাঁচেক বোলিং করেছেন দেশসেরা পেসার। কিন্তু পুরোপুরি সুস্থ মনে হয়নি। হংকংয়ের বিপক্ষে হারের পর দুদিনের বিশ্রাম শেষে কাল অনুশীলন করেছেন মুশফিকরা।
এখন প্রস্তুতি নিচ্ছেন টপটেনের। টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ব্যাট-বলের লড়াই ইতোমধ্যেই শুরু হয়েছে। সেখানে ভালো করতে মরিয়া টাইগাররা। কাল মিডিয়ার মুখোমুখিতে তেমনই জানিয়েছেন দলের একমাত্র ধারাবাহিক পারফরমার সাকিব আল হাসান। টাইগাররা বাছাই পর্ব ডিঙিয়েছে রান রেটের জটিল সমীকরণে।
এখন টপটেনের লড়াই। প্রতিপক্ষ চার দলের তিনটি আবার টি-২০ বিশ্বকাপের বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন। ওয়েস্ট ইন্ডিজ বর্তমান এবং ভারত ও পাকিস্তান সাবেক দুই চ্যাম্পিয়ন। আরেক প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবারের আসরের অন্যতম ফেবারিট। তাই ভালো কিছুর স্বপ্ন দেখা একটু কঠিনই স্বাগতিক দলের জন্য।
সেটাই বলেন সাকিব, 'আগেই বলেছি অতিরিক্ত প্রত্যাশা করা ঠিক হবে না। টপটেনে অনেক কঠিন লড়াই হবে। প্রতিপক্ষ চারটি দলই অনেক শক্তিশালী। ভালো ফল করতে হলে প্রতিপক্ষদের খারাপ খেলতে হবে। ভালো খেলতে হবে আমাদের।
' চূড়ান্ত পর্বে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচ নিয়ে সাকিব বলেন, 'ম্যাচটি নিয়ে আগাম কিছু বা সম্ভব নয়। ওরা কখন কি করবে, সে বিষয়ে স্পষ্ট করে বলা যাবে না। '
বাছাই পর্বের প্রথম দুই খেলায় আফগানিস্তান ও নেপালের বিপক্ষে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি টাইগারদের। অনায়াসেই জয় পেয়েছে।
কিন্তু তালগোল পাকিয়ে ফেলে আনকোরা হংকংয়ের বিপক্ষে। ওই ম্যাচে শেষ ৭ উইকেট হারায় মাত্র ২৩ রানে। ওই হারে দলের ধারাবাহিকতায় ছেদ পড়ে। আঘাত হেনেছে মানসিকতায়ও। সাবেক অধিনায়ক সাকিব এখন আর ওসব নিয়ে ভাবতে রাজি নন, 'হারলেও অবশ্যই টেম্পুুতে ছেদ পড়ে।
হংকংয়ের কাছে হারায় সেখানে অবশ্যই ছেদ পড়েছে। তবে সেগুলোকে ওভারকাম করে সামনের ম্যাচগুলোতে ভালো খেলাই এখন লক্ষ্য। ' হংকং ম্যাচ পরিষ্কার করে দিয়েছে দলের কয়েকজন ছাড়া বাকিদের পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকেই নামছে। দলে নেই কোনো ফিনিশার। নিকট অতীতে টাইগাররা বেশকিছু ম্যাচ হেরেছে ফিনিশারের অভাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।