কবিতার পঙক্তিমালায় আসে বাসন্তি গোলাপ,
বনজ ফুল
আমের মুকুল মৌমাছির গুঞ্জন
কাঁঠালের নাদুস-নুদুস কলি
ঝরাপাতা শেষে কচি সবুজাভ শাখা পল্লব
প্রকৃতির দায়বদ্ধতায় নতুনের জয়গান ।
বেহিসেবী প্রেম হিসেবের শুন্যখাতা
মাসিক বেতনভুক্ত করনিক।
মনের গভীরে দখিনা বাতাস
সুহাসিনী মায়াবী হাসির ইন্দ্রজালে বন্দী
অসহায় ভাললাগা ।
কবিতায় খরা আসে
মনভাঙা নদীতে ভাটির টান
স্বপ্নপুরে লাবন্যহীন নর্তকীর পদচারণ
কঙ্কনের ঝঙ্কার, বেতালে নুপুরের নিক্কন ।
মনের গভীরে অর্থহীন ভাবনায়
জমাটবাঁধা কাল্পনিক বিলাস
মগজের অক্ষমতায়
বামুন জীবন জালে স্বপ্নের নিবাস
প্রকৃতির দায়বদ্ধতায় একদিন সকলই বিনাশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।