আমাদের কথা খুঁজে নিন

   

'সানি লিওন ভারত ছাড়ো'

সিনেমা হলের সামনে মিছিল। মিছিল থেকে একটাই আওয়াজ ভেসে আসা। 'সানি লিওন ভারত ছাড়ো'! না এটা কোন নতুন সিনেমার প্রোমোশন নয়, বুধবার সকাল থেকেই মুম্বাইয়ের কিছু সিনেমা হলের সামনে এক জোট হয়েছেন 'হিন্দু জনজাগৃতি সমিতি। ' তাঁদের একটাই দাবী, বন্ধ করে দেওয়া হোক 'রাগিনি এমএমএস টু'-এর প্রর্দশন। তবে শুধু ছবি নয়, তাঁদের প্রতিবাদ সানি লিওনেরও বিরুদ্ধে।

তাঁদের প্রতিবাদের একটাই স্লোগান ভারতে নিষিদ্ধ করা হোক সানি লিওনকে।

হিন্দু জনজাগৃতি সমিতির কথা অনুযায়ী, ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে সানি লিওন ক্ষতিকর। নতুন প্রজন্ম পথভ্রষ্ট হচ্ছে, ছবিতে তার শরীরী আদব-কায়দা দেখে। এমনকি, রাগিনি এমএমএসে ব্যবহৃত'হনুমান চল্লিশা' নিয়েও প্রতিবাদ জানিয়েছেন এই সমিতি। এই সংস্থার মতে, হনুমানজি ভারতীয় সুদৃঢ় পুরুষ মানসিকতার পরিচায় বাহক।

সানি লিওনের লাস্য ভরা ছবিতে এর ব্যবহার ভারতীয় ধর্মকে অবজ্ঞা করেছে।  

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.