একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। ২৩ মার্চ সকালে শ্বাস-প্রশ্বাসে গুরুতর সমস্যা দেখা দিলে তাকে ওইদিন সকালেই ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষেণে রাখা হয়। ডা. আতিক মুস্তফার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। পরদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ডাক্তারের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার সহধর্মিণী শাহানা হোসেন জানান, খালিদ হোসেনের হার্টে সমস্যাজনিত কারণেই তার ফুসফুসে পানি জমেছে। যে কারণে নিউমোনিয়াজনিত সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি তার ব্রঙ্কাইটিসজনিত সমস্যাও রয়েছে। পাশাপাশি কিডনিজনিত সমস্যাও রয়েছে। দীর্ঘ ১৫ বছর আগে খালিদ হোসেনের একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।