আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান্ডেলার অবস্থা গুরুতর

হাসপাতালে চিকিত্সাধীন বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থা গুরুতর। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমার এক বিবৃতির বরাত দিয়ে গতকাল রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেকব জুমা জানিয়েছেন, তিনি ম্যান্ডেলার স্ত্রী এবং চিকিত্সক দলের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ম্যান্ডেলার অবস্থার উন্নতির জন্য যা যা করা দরকার, তার সবই চিকিত্সকেরা করছেন। গতকাল সন্ধ্যায় চিকিত্সকেরা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় তাঁর (ম্যান্ডেলা) অবস্থার আরও অবনতি হয়েছে।


৯৪ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হলে তাঁকে চলতি মাসের শুরুর দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এ বছর তাঁকে তিনবার হাসপাতালে ভর্তি হতে হলো।
জেকব জুমা ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উপনেতা সিরিল রামাফোসার সঙ্গে হাসপাতালে যান। সেখানে তিনি ম্যান্ডেলা ও তাঁর চিকিত্সক দলের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানান।
গতকাল হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যান্ডেলা, তাঁর পরিবার এবং দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য আমাদের শুভকামনা ও দোয়া রইল।


গত ১৩ জুন জেকব জুমা জানিয়েছিলেন ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কিন্তু তাঁর অবস্থা গুরুতরই হচ্ছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.