মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
প্রশংসা করার চেয়ে নিন্দা করা অনেক সহজ। নিন্দা করতে কারণ লাগে না। প্রশংসা করার জন্য চাই মনের উদারতা, নিন্দা হলো মানসিক সংকীর্ণতার ফসল। প্রশংসা মন থেকে না আসলে চুপ থাকাটাই উত্তম, নিন্দা করা ফরজ না। কেউ কারও অহেতুক নিন্দা করছে দেখে তালি বাজানোটা সমান হীন্মন্যতা।
যখন কারও চিন্তা-চেতনার নিজস্ব শক্তি চলে আসে, তখন কিছু লোক বিরোধিতার জন্য লেগে যায়। প্রায় সব কালজয়ী ব্যক্তির জীবনে এমনটাই হয়েছিল। পরশ্রীকাতরতা ঐ লোকগুলোর অসুস্থ তোড়জোড়ের প্রধান কারণ। আরেক দল আছে যারা সরাসরি মাঠে নামে না, পেছন থেকে নিন্দুকদের বাহবা দিতে উৎসুক। এরা হলো মুখোশধারী নিন্দুক।
যিনি নিন্দালোচনার মধ্যমণি, তার কাজ নেই নিন্দুকদের কাছে নিজেকে আলাদা করে প্রমাণ করার। নিন্দুকের আবির্ভাব মানেই তিনি ইতোমধ্যে প্রমাণিত। অবশ্য নিন্দুকরা কোন প্রমাণও চায় না, নিন্দাতেই যে পরম আত্মসুখ!
নিন্দাকে সমালোচনার সঙ্গে গুলিয়ে ফেলার অবকাশ নেই। সমালোচনার আছে মহৎ উদ্দেশ্য। অন্যদিকে, অপ্রাপ্তির বেদনা নিন্দাতে স্পষ্ট।
এক্ষেত্রে প্রতিহত না করাটা একটা বড় মাপের বিনয়। বিনয়কারীর বিনয়কে তার দুর্বলতা ভাবাটা বোকামি। বরং এটাই বিনয়কারীর বুদ্ধিমত্তা ও নীরব বিজয়।
_______
☛ বন্ধুত্ব নিয়ে ৩টি সেরা টিপস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।