আমাদের কথা খুঁজে নিন

   

সারিকার পথে শখ!

একটি মুঠোফোনের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন শখ ও সারিকা। পেশাগত জীবনে দুজন ছিলেন দুজনের 'মুখ না দেখা' শত্রু। সবসময় তারা একে অন্যকে এড়িয়ে চলতেন এবং একজন আরেকজনের দোষ খুঁটে খুঁটে বের করে গাল-গপ্পো জুড়ে দিতেন। তারা দুজন এমন শত্রু থাকলেও, তাদের মধ্যে একটি বিষয়ে খুব মিল রয়েছে। আর তা হলো, শিডিউল ফাঁসানো।

শিডিউল দিয়ে পরিচালককে পুরো টিম নিয়ে বসিয়ে রেখে নিজে ঘাপটি মেরে থাকেন। নিজেদের এ স্বভাবসুলভ চর্চা করতে করতে সারিকা অন্ধকারেই তলিয়ে গেছেন। বহু চেষ্টা করেও আর শোবিজে ফিরে আসতে পারেননি। কোনো নির্মাতাই তাকে নিতে চান না। এবার সেই একই পথ ধরে হাঁটছেন শখ।

এতদিন শিডিউল ফাঁসানো টুকটাক সমস্যা থাকলেও এখন তা মাত্রা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে দুজনকে শিডিউল দেন। তারপর যেখানে টাকা বেশি সেখানে যান শুটিং করতে। এ অপেশাদারিত্বের কারণে শখও হারিয়ে যাওয়ার পথে। নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন না।

সম্প্রতি রেদওয়ান রনি ঘোষণাই দিয়েছেন, শখকে আর নেবেন না। এখন দেখা যাক, সারিকার মতো শখ অন্ধকারে তলিয়ে যাবেন, নাকি নিজের অভ্যাস পাল্টে সগৌরবে ফিরবেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।