আমাদের কথা খুঁজে নিন

   

আত্মগোপন করা মডেল সারিকার সন্ধান মিলেছে

অবশেষে মডেল ও অভিনেত্রী সারিকার সন্ধান পাওয়া গেছে। মেয়েকে খুঁজে পেয়ে খুশিতে তাঁর মা কেঁদেছেন অঝোরে। কেঁদেছেন সারিকাও। গত শুক্রবার কঙ্বাজার সৈকত তীরের পাঁচ তারকা সিগাল হোটেলে আত্মগোপন করে থাকা সারিকাকে খুঁজে পাওয়া যায়। হোটেল কর্তৃপক্ষ সারিকার অবস্থান এবং মায়ের সঙ্গে মেয়ের মিলনের কথা নিশ্চিত করেছে।

তবে সারিকার আত্মগোপন করার ব্যাপারে কেউই মুখ খুলছে না। সিগাল হোটেলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা গতকাল কালের কণ্ঠকে বলেন, 'আমরা ব্যাপারটি আসলে বুঝতে পারিনি। ' তিনি বলেন, গত বৃহস্পতিবার মডেল সারিকা পরিচয় গোপন করে ভিন্ন নামে হোটেলে ওঠেন। তাঁরা তখনও জানতেন না, তিনি মডেল সারিকা। সাংবাদিকদের কাছে পুলিশও এ ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছে।

ফলে রহস্য উদ্ঘাটন হচ্ছে না। সারিকার সঙ্গে কে হোটেলে উঠেছিলেন, তাও জানা যায়নি। মডেল সারিকা গত ঈদুল আজহার পর আত্মগোপন করেছিলেন। গত ১৬ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিনোদন পাতায় এ নিয়ে একটি সংবাদও প্রকাশিত হয়। খোঁজখবর নিয়ে জানা যায়, ঈদের পর মায়ের সঙ্গে অভিমান করেই আত্মগোপন করেন সারিকা।

মেয়ের নিখোঁজের ঘটনাটি রাজধানীর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাখেন তাঁর মা। পরে কোনো একজনের মাধ্যমে সারিকার মা জানতে পারেন, তাঁর মেয়ে কঙ্বাজারে অবস্থান করছেন। এরপর তিনি কঙ্বাজারে আসেন এবং নিশ্চিত হন_তাঁর মেয়ে কঙ্বাজারের সিগাল হোটেলে রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর মা স্থানীয় পুলিশের সহযোগিতায় হোটেল গিয়ে সারিকাকে পান। কঙ্বাজারের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে_ এ ব্যাপারে মুখ না খুলতে।

তবে তিনি জানান, শুক্রবার রাতেই মডেল সারিকা ও তাঁর মা ঢাকার উদ্দেশে কঙ্বাজার ছেড়েছেন। এ বিষয়ে চেষ্টা করেও সারিকা ও তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখানে দেখেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.