আমাদের কথা খুঁজে নিন

   

অনিতার সাথে আমার প্রেম ছিল ঠিকই




অনিতার সাথে আমার প্রেম ছিল ঠিকই
প্রথম যৌবনের পোক্ত প্রেম ভেঙে গেছে সেই ছাব্বিশেই
অন্য প্রেয়সীর আয়েশী মায়া এখনও স্পন্দন তোলে লোমশ বুকে-
তোমরা তা জানো না ; তবু সেই একই ফিসফাস-
“বুড়ো প্রেমিক ছিল বটে...
চিরকুমার চোখে এখনও অনিতার উচ্ছ্বল রূপ
যৌবনের উত্তাল সমুদ্র একাই করেছে পার-
আহ! বুড়ো প্রেমিক বটে ।”
এ চোখে আর দেখবে না আমায় ।

দেখ তিরিশ বছরের অভিজ্ঞতা নিয়ে ছাব্বিশ বছরের ছোকড়া
কি স্পর্ধায় প্রত্যাখ্যান করে সংজ্ঞায়িত জীবনের চেনা পথ
বেলা শেষে ঘরে ফেরা অন্ধকারে তৃপ্ত বাহুডোর ।
দেখ আকাশ সমান বিশালতা নিয়ে পাহাড়টা আজ দাঁড়িয়ে
ওর বুকে ঝড়ে পড়া অনেক অনেক ফুলের এতিম মুকুল ।

আমার বাড়ি ফেরা হয় নি, বাঁধা পড়া হয়নি কোন ঐন্দ্রজালিক মায়ায়
তবু দেখ অনেক ছোট্ট হৃদয় আমায় আঁকড়ে ধরে আছে
তুল তুলে নরম গাল আমার গাল ছুঁয়ে যাচ্ছে-
উহ! এটাকে এতিমখানা বলবে না
এ আমার প্রেম, আমার আরাধ্য জীবনের একমাত্র মন্দির ।
কোন ভেঙে যাওয়া ভুল স্বপ্নে নয়; জীবনটা উৎসর্গ আমার-
ঐ ঝড়ে পড়া ফুলের মুকুলগুলো ফোটাব বলে ।
ওদের মাঝে টুকরো টুকরো বিক্ষিপ্ত আমি;
আমি ঐ ছোট্ট শিশুর টোল খাওয়া গালের হাসিতে
নির্ভার সোনা হাতে গলা জড়ানো আলিঙ্গনে
কিংবা নতুন কথা বলতে শেখা মুকুলের নিষ্পাপ চুম্বনে ।

অনিতার সাথে আমার প্রেম ছিল ঠিকই-
কিন্তু আমি ব্যর্থ প্রেমিক নই,
কফিনে মোড়ানো অন্তসারহীন স্মৃতির উপর দেখ আজ এক তৃপ্ত পুরুষ ।
জীবন পথের শিক্ষানবিস আজও পথিক-
অজানা গন্তব্যে; আজীবন সুখে থাকার স্পর্ধা নিয়ে

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।