আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ সালের বেষ্ট ৩ Laptops স্টুডেন্টদের জন্য

বর্তমানে Laptop এর জনপ্রিয়তা অনেক তুঙ্গে। নতুন কিছু Laptop মার্কেটে এসে এ জনপ্রিয়তাকে পাহাড় চূড়াই নিয়ে গিয়েছে। ২০১৪ সালের সেরা Laptop গুলোর মধ্যে বেষ্ট ৩টি Laptops নিয়ে দু চার লাইন লিখলাম। আশা করি এই ৩টি Laptops এবছর মার্কেট গরম করে রাখবে।

ব্যাটারি লাইফ এর জন্য এই Laptop টি সেরা।


আমরা অনেক গুলো Laptop টেস্ট করেছি এবং Apple MacBook Air 13-inch এখনও আমার দৃষ্টিতে সেরা এর অসাধারণ ব্যাটারি পাওয়ারের জন্য। যদিও দামটা একটু বেশি তবে ব্যবহার করলে দামের কথা ভুলে যাবেন।
দাম: £949

আপনি কাজের জন্য যদি সব জায়গায় ল্যপটপ নিয়ে বেড়ান অথবা কাজের জন্য অনেক লম্বা সময় ব্যবহার করতে হয় তাহলে y Vaio Pro আপনার জন্য পারফেক্ট। y Vaio Pro এর 1,920 x 1,080 রেজুলেশন স্কীন, কমফরটেবল backlit keyboard অনেক কানেকটিভিটি সার্পোট এটিকে অন্য Laptop থেকে আলাদা করেছে। একবার চার্জ দিলে সারে ৬ থেকে ৮ ঘন্টা চালানো যায়।


দাম: £999

গুগলের নেক্সট জেনারেশন ব্রাউজার আর Intel’s Haswell-জেনারেশন প্রসেসর Toshiba Chromebook কে অনেক গতিশীল করেছে। তুলনামূলক ভাবে খুব কম দাম এবং অনেক বেশি সুবিধা Toshiba Chromebook কে আকর্ষনীয় করেছে। ব্যবহার করলে মনে হবে টাকা ওয়াশিল হয়েছে।
দাম: £349.99
সৌজন্যে: নতুন ব্লগ

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.