মুসা ইব্রাহিমের ব্যাপারটা আবার প্যাঁচায় গেল। নেপাল জানাল তার দেয়া ২টা ছবির ভিত্তিতে সামিট হইসে এমনটা প্রমাণিত হয় না, সো মুসা এভারেস্ট জয়ের লিস্টে নাই। আমি শিওর প্রথম আলো গ্রুপ এখন এটা ঠিকঠাক করতে জীবন দিয়ে দিবে, দিক।
মুসা যেবার এভারেস্ট জয় করে আসলো তখন থেকেই নানা মুনীর নানা মত। নানা তর্ক-বিতর্ক।
আমি মুসার পক্ষ নিলাম। একজন বাংলাদেশী কিছু একটা করে আসছে, অন্যরা মেনে নিচ্ছেনা, আমার মেজাজ খারাপ হলো। কয়েকজনের সাথে বন্ধুত্ব যায় যায় অবস্থা।
আজকে মুসা যখন ৭১ টিভি'তে কথা বলছিল তখন তার গলার স্বর দূর্বল; সৎ মানুষের গলার স্বর সবসময় বলিষ্ঠ হয়, ফাঁসি কাষ্ঠেও। ঘটনা কি হয়েছে জানিনা।
মুসাকে সমর্থন দিয়েছিলাম, ঠিক কাজ করেছিলাম। মানুষকে বিশ্বাস করতে হয়, মুসাকে বিশ্বাস করেছিলাম। এখনও করি। মানুষকে বিশ্বাস করা বন্ধ করলে তো দুনিয়াতে আর বেঁচে থাকা যাবে না।
নেপালের লিস্টে মুহিত-নিশাতের নাম থাকলেও ওয়াসফিয়ার নামও নেই বোধহয়।
কেন? একটা মেয়ে সুন্দর বলে সবাই তার সাথে এমন বৈষম্যমূলক আচরণ করবে কেন? একটা মেয়ে কালো বলে তাকে অবজ্ঞা করা এবং সুন্দরী বলে অবজ্ঞা করা দু'টোই বৈষম্যমূলক আচরণ এবং পরিত্যাজ্য।
শামীম আহমেদ
৩০ মার্চ ২০১৪
নিকেতন, ঢাকা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।