অনেক দিন পর আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম।
সবাই আমার সালাম নিবেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে এন্ড্রয়েড ফোনের ফন্ট চেঞ্জ করে Stylish করবেন।
একদম সোজা। তার আগে আপনার এন্ড্রয়েড ডিভাইসটি অবশ্যই রুট করা থাকতে হবে।
না হয় কাজ করবে না। আর হ্যা পুরো কাজটি করবেন আপনার নিজ দায়িত্তে। আপনার কোন ভুলের জন্য আমাকে দায়ী করতে পারবেন না
প্রথেমে এই সফটওয়ারটি ডাউনলোড করুন।
এখন সফটওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করুন। তারপর অপেন করুন।
(ডাটা কানেকশন অন করে রাখবেন, কারন ফন্ট গুলো নেট থেকে ডাউনলোড হয়ে নেয়) চিন্তা করবেন না ফন্ট বেশি মেগাবাইট নয়, কয়েকশ বাইটশ শুধু।
এখন চিত্রের মত দেখুন অনেক গুলো ফন্ট আপনার মোবাইলের ডিস্পলেতে দেখাচ্ছে।
এখন এখান থেকে যে কোন একটি ফন্ট সিলেক্ট করে তা ডাউনলোড করুন।
এখন সেট এ ক্লিক করে ফন্ট টা আপনার মোবাইলে সেট করে নিন। সেট করার সময় একটি উইন্ডো আসবে।
উইন্ডো তে OK ক্লিক করুন।
তারপর আপনার সেট টি Reboot করুন এবং অপেন করে দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে
সবাইকে সালাম জানিয়া আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন এক সময়
এই পোস্ট প্রথম প্রকাশিত আমার ব্লগে
মন চাইলে ঘুরে আসতে পারেন আমার ব্লগে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।