বরগুনার আমতলী, বামনা ও পাথরঘাটা উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। উপজেলা নির্বাচনে সরকার-দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে তাঁরা এ ঘোষণা দেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি-সমর্থিত হাবিবুর রহমান, নির্দলীয় প্রার্থী জাকির হোসেন সিকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান।
বামনা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব।
এ ছাড়া আমতলী উপজেলার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন আহমেদ, বর্তমান চেয়ারম্যান ও নির্দলীয় প্রার্থী সালাহউদ্দিন তালুকদার, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মো. শামসুদ্দিন ও বিএনপি-সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন ফকির।
এ ছাড়া এই তিন উপজেলার সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
বেলা সোয়া দুইটার দিকে পাথরঘাটা ও বামনার প্রার্থীরা বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। একই সময় আমতলীর প্রার্থীরা স্থানীয় প্রেসক্লাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।