পরীক্ষাতে কি ফল হল
ব্যাগের ভিতর থাক
বাংলাদেশের ফলের কথা
এবার বলা যাক
গ্রীষ্ম হল ফলের ঝুড়ি
মধুমাস তার নাম
আম পাবে কাঁঠাল, লিচু
আরও পাবে জাম
বেল, তরমুজ,বাঙ্গি, ফুঁটি
পাকা পেঁপের ভার
গ্রীষ্ম বেজায় কাবু থাকে
কুঁজো থাকে ঘাড়
বর্ষা হল রসে ভরা
আনারসের কাল
পেয়ারা আর আমড়া
ছাড়াও পাবে কচি তাল
শীতকালটাও ফলের মেলা
কমলা ,ডালিম,জলপাই
নানা রকম কুলের সাথে
আমলকী,কতবেল খাই।
দেশি ফলে আছে নানা
রোগ প্রতিরোধ গুণ
মজার এসব ফল খান
আর ভালো থাকুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।