রাজনগর উপজেলা নির্বাচনে পৃথক ঘটনায় ২ জন নিহত ও ভোটকেন্দ্রের বাইরে বিক্ষিপ্ত ঘটনায় ৬ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, দুপুর ১ টায় মনসুরনগর ইউপির কদমহাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে জামায়াত ও সরকারদলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইয়াছিন মিয়া ও মশিউর আহমদসহ ৫ জন এবং ফতেহপুর ইউপির জাইদপুর কেন্দ্রে ১ জন আহত হয়।
অপরদিকে বিকাল ৩ টায় গোবিন্দবাটি সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রের বাইরে আইনশৃংখলা বাহিনীর ধাওয়া খেয়ে পাশ্ববর্তি খালে পড়ে অজ্ঞান অবস্থায় গোবিন্দবাটি গ্রামের শরীফুল ইসলামের ছেলে শামীম আহমদ (৪৫) কে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
এছাড়া রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে খারপাড়া গ্রামের মৃত আছকর মিয়ার ছেলে সুন্দর মিয়া (৬০) ভোট দিয়ে বারান্দায় এসে মাটিতে লুঠিয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় তাকেও রাজনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
তবে তার মাথায় ও কপালে কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে। এছাড়া বিকাল ৫ টা পর্যন্ত রাজনগর ও জুড়ী উপজেলায় কোন সহিংসতা ছাড়াই ভোট গ্রহনের পর গননা শুরু সংবাদ পাওয়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।