আমাদের কথা খুঁজে নিন

   

জাদুকরের নাম হেরাথ

অথচ ম্যাচের প্রথম ভাগটা স্বপ্নের মতো কেটেছে কিউইদের। শ্রীলঙ্কাকে এত কমে আটকে দেওয়া তো প্রতিদিন হয় না! শুরুতে আঘাত হেনেছেন ট্রেন্ট বোল্ট, শেষে নিশাম। মাঝে সঙ্গ দিয়েছে বল হাতে নেওয়া বাকি সবাই।

তখন কে জানত, এক হেরাথেই ম্লান হয়ে যাবেন সবাই!

শ্রীলঙ্কা: ১৯.২ ওভারে ১১৯ (মাহেলা ২৫, থিরিমান্নে ২০, সেনানায়েকে ১৭, কুশল ১৬, থিসারা ১৬; বোল্ট ৩/২০, ম্যাকলেনাহান ২/২৪, মিলস ১/৩০, নাথান ম্যাককালাম ১/৮)।  

নিউজিল্যান্ড: ১৫.৩ ওভারে ৬০ (উইলিয়ামসন ৪২; হেরাথ ৫/৩, সেনানায়েকে ২/৩)।

ফল: শ্রীলঙ্কা ৫৯ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রঙ্গনা হেরাথ

৩.৩-২-৩-৫

৫/৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং হেরাথের

১৩

হেরাথের প্রথম ১৩ বলে কোনো রান হয়নি 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।