আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর মামলার যুক্তিতর্ক ৮ এপ্রিল পর্যন্ত মূলতবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আগামী ৮ এপ্রিল পর্যন্ত মূলতবি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকালে সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন এস এম শাজাহান ও তানভীর আহমদ আল আমিন।

গত ১২ মার্চ সাঈদীর মামলায় যুক্তি তর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় রেখে মামলার কার্যক্রম মুলতবি করা হয়। এরপর সুপ্রিম কোর্টের বসন্তকালীন ছুটি শেষ হওয়ার পর মঙ্গলবার আবার শুনানি শুরু হয়।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপিল শুনানি শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ র্মাচ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল দাখিল করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.