... আচ্ছা একজন অভিভাবক সন্তানের পেছনে টাকা পয়সা খরচ করবে, ভাল স্কুলে পড়াবে, ভাল শিক্ষকের কাছে কোচিং করাবে, ভাল খাবার দাবার দিবে কিন্তু ছেলে পরীক্ষাতে প্রতিবারই ফেল করবে... ছেলেকে কোন শাস্তি দেয়া যাবেনা বা অভিযোগের কথা উঠলেই ছেলে বলবে আমার উপর প্রত্তাশার চাপের কারনে বারবার ফেল করি । যুক্তি টা কি এরকম নাকি শুধুই নিজের অক্ষমতা ঢাকার প্রচেষ্টা???
ভারতের জনসংখ্যা ১০০ কোটির উপরে । । তাদের মুখে তো কখনো এই কথা শুনিনি। ... তারা খারাপ খেললে ক্রিকেটারদের বাড়িতে আক্রমন হয়, ভাংচুর হয়।
আমরা কি কখনো আপনাদের বাড়ি ভাংচুর করি?? তাহলে এত চাপ কিসের?
সাকিব, আপনে জন্ম নিয়েছেন এমন এক দেশে যে দেশের মানুষের মানুষের বাৎসরিক আয় এখন ও ২৫ হাজার টাকার নিচে। ... আর সেখানে আপনে দাবি করেন এক ডিনারেই ২৫ হাজার টাকা খরচের। ... আমি জানিনা , বাংলাদেশের অন্য কোন পেশায় এতটা ইনকাম আছে কিনা। এদেশের মানুষ আপনাদের মনে প্রানে ভালবাসে বলেই আপনাদের এতো ইনকাম। ... এই কারনে যে লোকটা ২ বেলা পেটের ভাত জোটাতে পারেনা, সে ও কাজের ফাকে একবার আপনাদের খবর নেয়।
যে লোকটা ফসলের জমি তে কাজ করে, সে ও রাস্তার পাশে হেটে যাওয়া ছোট্ট স্কুল ছাত্রটিকে জিজ্ঞাসা করে, “বাবু, সাকিব কতো করল??”
... যখন আপনারা ব্যটিং করেন , কর্মব্যস্ত ট্যক্সি ড্রাইভারটি ও গাড়ি চালানো বাদ দিয়ে পাশের পায়ের দোকানের টিভির সামনে কিছু টা সময় ব্যয় করে। ... আপনাদের প্রতি ভালবাসা আছে বলেই ক্লাশ ৩ এর নিয়মিত স্কুল ছাত্রটি বাড়িতে মিথ্যা কথা বলে স্কুল ফাকি দেয়। এগুলো আপনাদের উপর চাপ না ভাই, এগুলো হল “ ভালোবাসা”।
আপনি সুযোগ সুবিধার কথা বলেন?? একবার শ্রীলংকার কথা ভেবেছেন?? তাদের চেয়ে কোন দিকে আপনারা কম??... হ্যা, একটা জায়গায় কম, তা হল- “ধৈর্য আর প্রচেষ্টা”।
... ভাই, আমরা বেশি কিছু চাই না।
আমরা কখন ও বলি নি আমাদের বিশ্বকাপ এনে দিতে হবে। আমরা কখন ও বলিনি প্রতিটা ম্যচ এ আমাদের জয় এনে দিতে হবে। আমাদের শুধু একটাই চাওয়া – “খেলাটা কে পেশাদারিত্বের দৃষ্টিতে নয়, খেলেটাকে ১৬ কোটি মানুষের গচ্ছিত সম্পদ হিসেবে নেন ; যার সদ্ব্যবহার কেবল আপনারাই করতে পারেন। ” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।