আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাচ পরবর্তী সান্তনা

সত্যিকারের ভালবাসা নাকি কাঁদায়,প্রেম ভালবাসার ব্যপারে একটু কাঁচা হলেও এই উক্তিটির সত্যতা বাংলাদেশের ম্যাচ দেখার সময় হারে হারে টের পাই। সত্যিকারের ভালবাসা বলেই তো এতো কষ্ট পাই। কিন্তু এই কষ্টের জন্য দায়ী কে?শুধুমাত্র টাইগাররাই নাকি আমরাও?বাংলালিঙ্কের শ্লোগান মনে পরছে,সত্যিকারে ভালবাসায় কোনো শর্ত প্রযোজ্য নয়...কিন্তু তাকি সত্যি??আমরাকি আমাদের সর্ব্বোচ্চ সমর্থন দিচ্ছি তাদের?সম্প্রতী একটা জরিপে দেখা গেলো যে বাংলাদেশের ৫০% মানুষই অন্য দেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে যাওয়াকে সমর্থন করে!মানে কি?!মা কি কখনো তার সন্তানের সংগ ত্যাগ করে?দেশটাতো মা...দেশের প্রাণ দেশের মানুষেরা,কিন্তু মানুষ কি করে?হারতে দেখলে স্টেডিয়াম ত্যাগ করে। আমরা কি পারিনা শেষ পর্যন্ত তাদের সংগ দিতে?ম্যাচ হারলে সামাজিক যোগাযোগের সাইট গুলোতে সমালোচনা শুরু হয় কাকে বাদ দেয়া দরকার,কাকে থাপড়ানো দরকার(!)কিন্তু কেউ কি ভাবি পিচটা কত বড়??এই কাঠফাটা রোদে দৌড়ানো কি চাট্টিখানি কথা??সামনে থেকে বল আসলে এতো টেনশনে হিট করা কি কম কথা??মানুষ কি সুপারম্যন??প্রায় উড়ে গিয়ে ফিল্ডিং করা কি সম্ভব??কিন্তু আমাদের কাছে টাইগাররা সুপারম্যনের থেকে কম না। কিন্তু এই সুপারম্যানদের খাদ্যাভ্যাসকি আমরা জানি??এদের কোচিং ঠিকমত হচ্ছে নাকি আমরা জানি??মুশফিক,মোমিনুল,নাসির,আলামিনদের জন্য কি গেইল,আফ্রিদি,স্যামিদের মুখোমুখি হওয়া সহজ ব্যপার??বিসিবি কি তাদের প্রতি যথেষ্ট দায়িত্ববান??আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের জলন্ত নক্ষত্র,এমন অনেক ম্যচ আছে যেগুলো বাংলাদেশ একমাত্র তার জন্যই জিতেছে।

আর তার প্রতিদান??আশরাফুলই একমাত্র খেলোয়াড় যে স্পট ফিক্সিং এর দোষ একবারে স্মিকার করে অনুশোচনা করেছে। আর বিসিবি??একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বহিস্কার করলো!!বিপিএল চাইনা...আশরাফুলকে চাই!!!ভারত আমাদের প্রতি অনেক অমানবিক আচরণ করে...বিসিবি সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে টি২০ এর উদ্বোধনী ভারতকে উৎসর্গ করতে পারে(!)আর আশরাফুলকে মাঠে নামাতে পারেনা??একি অপরাধে অন্যান্য দেশের খেলোয়াড়দের কিচ্ছু হয়না...আর সাকিব সাময়িক বহিস্কৃত হয়!আর সেইদেশের ক্রিকেটকে নিয়ে কি বলবো যার সত্বাধিকার অন্য দেশের হাতে!!তারপরও আমাদের ক্রিকেট নিয়ে আমরাই কথা বলবো,আর কিছু না পারি অন্তত কখনো সংগ ছাড়বোনা। আমরা জানি সুদিন আসবেই!শুধু অপেক্ষার ব্যপার...তাসকিন,আলামিনের মত আরো নতুন মুখ আসবে...যারা আমাদের জন্য নতুন বিজয়(এনামুল না সত্যিকারের বিজয়) নিয়ে আসবে। শেষ করতে চাই আবার টাইগারদের উদ্দেশ্যে বাংলালিঙ্কের জিঙ্গেল দিয়ে “আমার ভালবাসাটুকু তুমি নাও...যদি তুমি চাও”

পুনশ্চঃক্রিকেটের কথা যখন বললামই তখন বিসিবিকে কিছু সদুপদেশ না দিলেই নয়...১। উইকেট পড়লে এমনিই দেখা যায়,লাইট দরকার প্যাডে।

২। #onebigover লিখে টুইট শুধু অসাধারন ওভারগুলোতে করতে হয়,সব ওভারে না(এটা খুবই বিরক্তিকর)। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.