মহান স্বাধীনতার ৪৩তম দিবস উপলক্ষে ৩১ মার্চ বিকালে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অষ্ট্রিয়া ইকনমিক চেম্বার অব কমার্স এর হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের আয়োজক হলেন, বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের অষ্ট্রিয়ার অনারারি কাউন্সেলার মি. কমার এরনষ্ট গ্রাফট ও মি. ভলফগাং উইনিনগার।
মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে অষ্ট্রিয়া ইকনমিক চেম্বার অব কমার্স এর ভাইস চেয়ারম্যান ড. রিচার্ড সেনজ, এডবানটেজ অষ্ট্রিয়ার সাউথ এন্ড সাউথ ইষ্ট এসিয়া বিজনেস ডাইরেক্টর মি. হানস ইয়র্গ হটডিংগারসহ প্রায় শতাধিক বিশিষ্ট অষ্ট্রিয়ান নাগরিক উপস্থিত ছিলেন।
এছাড়া বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার ও চ্যান্সারী প্রধান মো: নাজমুল হুদা, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, অষ্ট্রিয়া বিএনপির সভপতি নিয়ামুল বশির, ভিয়েনাস্থ বাইতুল মোকাররম মসজিদের সভাপতি আবিদ হোসেন খান তপন, বাংলাদেশ-অষ্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, আলম মো: এ্যাপলো, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ, রতন সাহা, আবদুর রব খান, বাংলাদেশ-অষ্ট্রিয়া সমিতির সহ-সভাপতি রুহি দাস সাহা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা-অষ্ট্রিয়া সমিতির সভাপতি মনজুরুল আলম, নোয়াখালি-অষ্ট্রিয়া সমিতির সভাপতি মনোয়ার পারভেজ, মিজানুর রহমান খান, আশরাফুল বারি মিহির, সামছুল ইসলাম, শফিকুর রহমান বাবুল, মো: হানিফ ভ্থইয়া, এমরান হোসেনসহ বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অষ্ট্রিয়া ইকনমিক চেম্বার অব কমার্স এর ভাইস চেয়ারম্যান ড. রিচার্ড সেনজ বলেন, বাংলাদেশের বর্তমান উন্নয়নের গতি বিদেশী বিনিয়োগ কারীদের আকৃষ্ট করছে। আমরাও বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছি। কাউন্সেলার ও চ্যান্সারী প্রধান মো: নাজমুল হুদা বাংলাদেশ সরকারের গৃহতি বহুমূখী পদক্ষেপের বর্ণনা করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরে অষ্ট্রিয়ানদের বাংলাদেশে বিনিয়োগ করার আহবান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্বকবোধক গান পরিবেশন করেন, অষ্ট্রিয়া প্রবাসী কণ্ঠশিল্পী কানিস খান, নাচ-গান পরিবেশনকারী শিশু শিল্পীরা হলেন, রামিতা সাহা, সুবর্ণ মন্ডল ও মালিহা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বন্নিমা। নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।