১৯৪৪ সালের গ্রীষ্মকাল। লিজেন্ডারি ব্যান্ড তারকা ও গিটারিস্ট গ্লেন মিলার ছুটে চলেছেন ইউএস আর্মি এয়ার ফোর্সের সদস্যদের আনন্দদানের উদ্দেশে। সৈন্যবাহিনীর কাছে পৌঁছানোর আগেই খবরে পরিণত হয়ে যান তিনি। আকাশপথে আস্ত বিমানসুদ্ধ হারিয়ে যান। ফ্রান্সের পথ ধরবেন তাড়াতাড়ি, সে কারণে আকাশপথ বেছে নিয়েছিলেন মিলার।
আরএএফ টিনউড থেকে আকাশে উড্ডয়নের পর ইংলিশ চ্যানেলের ওপর থাকা অবস্থায় সর্বশেষ যোগাযোগ করতে পেরেছিলেন মিলার ও বিমানের নেভিগেটর। তারপর থেকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের। অনুসন্ধানকারীর দলটি তাদের প্রতিবেদনে সঠিক কোনো কারণ দর্শাতে পারেনি। তবে তারা সন্দেহ করেছিলেন বিমানটিকে গুলি করে মাটিতে ভূ-পাতিত করা হয়ে থাকতে পারে। জার্মানি সে সময় ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে নিয়মিত গোলাবর্ষণ করেছিল বলেও তথ্য উপস্থাপন করা হয়েছিল।
তবে সবই সন্দেহ ও 'হতে পারে' এমন ধারণা তাদের। নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি এই নিখোঁজ ফ্লাইটটির।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।