উত্তর প্রদেশের মথুরায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পেশ করেন অভিনয় জগত থেকে রাজনীতিতে পা রাখা বলিউডের 'ড্রিম গার্ল' খ্যাত হেমা মালিনী।
১৯৯৯ সালে পঞ্জাবের গুরুদাসপুরে প্রাক্তন বলিউড অভিনেতা বিনোদ খান্নার হয়ে প্রথম প্রচারে নেমেছিলেন ধর্মেন্দ্র-জায়া। এরপর ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। সে বছরই তাকে রাজ্যসভায় পাঠায় বিজেপি।
২০১০ সালে দলের সাধারণ সম্পাদক করা হয় হেমা মালিনীকে।
এবার প্রথম সরাসরি ভোট ময়দানে নামলেন তিনি। ইতিমধ্যেই হেমা দেবনগরী মথুরাতে প্রচার শুরু করে দিয়েছেন।
গত মঙ্গলবার মথুরায় পৌঁছানোর পরই ফুল দিয়ে তাকে স্বাগত জানায় সেখানকার মানুষ। মথুরার মানুষের কাছে তার অকপট স্বীকারোক্তি, 'ভগবান কৃষ্ণই তার প্রথম ভালোবাসা। '
পাশাপাশি হেমা জানালেন, ভোটে জিতলে যমুনা নদীর সংস্করণ করতে চান তিনি।
৬৫ বছরের এই অভিনেত্রী বলেন, 'আমাদের দেশে নদীগুলোর দশা অত্যন্ত শোচনীয়। সংস্কারের অভাবে ধুঁকছে। বাড়ছে দূষণ। নদীর জল প্রকল্প নিয়ে সঠিক পদক্ষেপের অভাব রয়েছে। ' তাই মথুরা থেকে জিতলে যমুনার সংস্কারের দিকে প্রথম নজর দেবেন বলে প্রতিশ্রুতি তার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।