বৃহস্পতিবার ভোরে দ্য হোয়ার্ফ ও তাথরা গ্রামের মধ্যবর্তী সৈকতের সাগরে একটি দলের সঙ্গে সাঁতার কাটার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা জ্যাসন এডমুন্ডস বলেন, “এ ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী আছে যারা ঘটনাটি ঘটতে দেখেছে। তাই এটি বলাই যায় যে একটি হাঙ্গর তাকে ধরে নিয়ে গেছে। ”
তার স্বামী একটি তিন থেকে চার মিটার লম্বা হাঙ্গরের অবয়ব দেখেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ওই নারীর দেহের সন্ধানে নৌকা ও হেলিকপ্টার যোগে তল্লাশি শুরু হয়েছে।
পাশাপাশি ওই সৈকতটি বন্ধ করে দিয়েছে পুলিশ।
জরুরী বিভাগের উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজ বলেছে মানুষের দেহের কিছু অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া গেছে, তবে সেগুলো ওই নিখোঁজ নারীর কিনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিদিন ভোরে ওই সৈকতে মিলিত হয়ে একসঙ্গে সাঁতার কাটা একটি দলের সদস্য ছিলেন ক্রিস্টিনা আর্মস্ট্রং নামের নিখোঁজ ওই নারী। বৃহস্পতিবার ভোরে সাঁতার কাটার সময় দলছুঁট হয়ে নিজের মতো সাঁতরানোর সময় হাঙ্গর তাকে ধরে নিয়ে যায়।
ক্রিস্টিনা ১৪ বছর বয়স থেকে এই সৈকতটিতে সাঁতার কেটে আসছেন বলে জানিয়েছে তার পরিবার।
সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতগুলোতে বেশ কয়েকটি হাঙ্গরের হামলার ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে সাগরে সাঁতার কাটার সময় ৩৮ বছর বয়সী নিখোঁজ এক ব্যক্তিকেও হাঙ্গরে ধরে নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।