আমাদের কথা খুঁজে নিন

   

ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশি নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভেন্টারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। তার ক্ষুদ্রঋণ ধারণাটি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সম্প্রতি তার সামাজিক ব্যবসার ধারণা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রশংসিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক থাকাকালে প্রফেসর ইউনূস ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন দরিদ্র বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক ৫.৩ মিলিয়ন ঋণগ্রহীতার মধ্যে ৫.১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। এক সময় ক্ষুদ্রঋণের সঙ্গে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণপ্রকল্পসহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্বের বিভিন্ন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্রঋণ প্রকল্প চালু রয়েছে।

অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব অনুসরণ করছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।