নির্বাচন মুহুর্তে প্রধান নির্বাচন কমিশনারের ছুটিতে যাওয়া যুক্তিসঙ্গত হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, কমিশনকে আরো সংযত হতে হবে। সমালোচনা সহ্য করেই কাজ করতে হবে।
রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি যতগুলো উপজেলাতে জয় পেয়েছে তা নজিরবিহীন।
তাই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলা যায়। বিএনপি উপজেলা নির্বাচন নিয়ে যা ইচ্ছা তাই বলছে। নির্বাচন যদি পক্ষপাতমূলকই হয় তাহলে বিএনপির নির্বাচিত জনপ্রতিধিরা পদত্যাগ করুক। এই পথে কিন্তু তারা হাঁটবে না।
তিনি বিএনপির প্রতি বর্তমান সরকারকে অবৈধ বলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
দুর্নীতি ও জালিয়াতির মামলা থানার মাধ্যমেই নেওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন সুরঞ্জিত। তার মতে, তা না হলে থানা ও দুদক উভয়েই প্রশ্নবিদ্ধ হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।