আমাদের কথা খুঁজে নিন

   

হাত আছে এমন মাছের সন্ধান!

অস্ট্রেলিয়ার দ্বীপ তাসমানিয়াতে দেখা গেছে বিভিন্ন রঙের নতুন প্রজাতির হাতওয়ালা মাছ। এসব হাত ওয়ালা মাছ দেখতে যেমন রঙ্গিন তেমন সুন্দর। ১৯৯০ সালের আগে পৃথিবীর কোথাও এমন হাত ওয়ালা রঙ্গিন মাছের সন্ধান কেউ দিতে পারেনি, এটা অজানাই রয়ে গিয়েছিলো।

এখন পর্যন্ত এই মাছ নয়টি রঙের পাওয়া গেছে। এদের Vulnerable Fish গোত্র বলে।

এদের Ziebell নামে ডাকা হয়। এরা বালিময় এলাকায় বসবাস করে এবং পানির একদম নিচের দিকেই থাকে।   এরা বালিতে থাকা ক্ষুদ্র অণুজীব ভক্ষণকরে।

গবেষকরা বলছেন এসব প্রাণী সাধারণত এদের ফুলকার পাশে থাকা পাখাকে বিবর্তিত করেছে প্রয়োজনের তাগিদে দিনের পর দিন ধরে। এভাবে সময়ের প্রভাবে এসব পাখা অনেকটা পায়ের মত হয়ে গেছে, যা দিয়ে তারা সাগর তলে বালিতে হেটে বেড়ায়।

গবেষকরা জানিয়েছেন, 'হাতওয়ালা মাছ সমূহ দেখতে যতই শান্ত বা অসহায় মনে হোকনা কেনো, এদের চামড়ায় রয়েছে ভয়ংকর বিষ। এর বিষে একজন মানুষের মৃত্যু হতে পারে। '

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।