যশ চোপড়ার পুত্র পরিচালক আদিত্য চোপড়া ও অভিনেত্রী রানি মুখার্জীর বিয়ে করবেন এমন গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। কিন্তু সেই সব খবরকে আপাতত, গুজব বলে মন্তব্য করে বেশ খোশমেজাজেই নিজেদের প্রেম চালিয়ে যাচ্ছেন রানি-আদিত্য।
তবে দুই প্রেমিক জুটির মায়েরা কিন্তু এই ব্যাপারে বেশ সিরিয়াস। তাই তো প্রত্যেক সপ্তাহে উইকএন্ডে রানি-আদিত্য মায়েরা দেখা করে আড্ডায় মেতে উঠছেন। এমনকি একসঙ্গে সিনেমাও দেখতে যাচ্ছেন।
জানা গেছে, তারই মাঝখানে একটু একটু করে মেয়ে রানির বিয়ের কথাও এগোচ্ছেন রানির মা কৃষ্ণা।
জানা গেছে দুই মায়ের আলাপে বহুবার দেখা গেছে আদিত্য-র ছোট ভাই উদয় চোপড়াকেও। এমনকি আদিত্য-র বাড়িতে দু’একবার ঢুঁ মারতে দেখা গেছে নার্গিস ফকরিকেও। তবে দুই মায়ের আলাপের মাঝখানে নাকি কখনই রানি বা আদিত্য এসে নাক গলাননি। উল্টো রানি আর তাঁর মা বাড়িতে এন্ট্রি নিলে, মাকে ছেড়ে রানি সোজা রওনা দিয়েছেন যশ চোপড়ার স্টুডিওতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।