সামনে পহেলা বৈশাখ। বৈশাখকে সামনে রেখে আপনাদের জন্য আমার এই ছোট্ট উপহার। এক ডোজই যথেষ্ট।
আজকে আমার আলোচ্য বিষয়, কোন একটি তারিখ শুনে বারের নাম বলার কৌশল। অর্থাৎ ৩৬৫ দিনের বারের নাম বলার কৌশল।
বিষয়টা বড় মনে হলেও কৌশলটা একেবারে সোজা। প্রথমে আমি আপনাদের ইংরেজি তারিখ থেকে বারের নাম বলার কৌশল উপস্থাপন করব। এর পর ইংরেজি সাল হতে বাংলা সাল এবং ইংরেজি তারিখ হতে বাংলা তারিখ মাসের নাম ও বারের নাম বের করার কৌশল উপস্থাপন করব। তাই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়ুন, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করুন। তারপর আপনার কেলমা দেখান ।
আর আপনার ব্যারেইনে যদি যোগ বিয়োগ করার ক্ষেত্রে ক্যালকুলেটর গতি থাকে , তাহলে আমার বলার কিছু নাই। সব জনতাই বলবে। হ্যা বিষয়টি আয়ত্ত করার মাধ্যমে আপনি মহাবীর শমসেরও হয়ে যেতে পারেন আর বন্ধুদেরকে আপনার ক্যালমা দেখিয়ে যা ইচ্ছা খেতে পারেন। আমারটা কিন্তু আপনাদের কাছে পাওনা রইল। পহেলা বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়াইতে ভুল্লেইনা কিন্তু।
বুঝতে পারছি। খাওয়ানোর কথা বললে মাথা গরম হয়ে যায়। আচ্ছা বাবা সবুর করেন। শুরু করছি।
নিচের নিয়মটি সঠিক ভাবে অনুসরণ করুন।
আপনাকে শুধু দুইটি জিনিস জানতে হবে।
২০১৪ সালের বার মাসের জন্য কোডটা হল
এবার বারের কোড জানার পালা। একদম সোজা।
শনিবার থেকে ধারাবাহিক ভাবে শুক্রবার পর্যন্ত বারের কোড নাম্বার হল ১ থেকে ৭। অর্থাৎ ১ হলে শনিবার, ২ হলে রবিবার এভাবে শুক্রবার পর্যন্ত।
এবার আসল কাজ। যে মাসের যে তারিখের নাম জানতে চাওয়া হবে, সে মাসের তারিখের সাথে সে মাসের বারের কোড যোগ করুন। যোগফল ১- ৭ এর মধ্যে হলে বারের কোড অনুসারে বারের নাম বলে দিন। ব্যাস খালাস। বুঝতে পারেন নাই।
উদাহরণ দিচ্ছি সহজে বুঝতে পারবে।
২০১৪ সালের এপ্রিলের ২ তারিখ কি বার?
এপ্রিল মাসের কোড তিন(৩)।
মাসের কোড + তারিখ
৩+২=৫
বারের কোড অনুসারে ১ শনিবার হলে ৫ হয় বুধবার। অর্থাৎ এপ্রিলের ২ তারিখ বুধবার।
ক্যাল্লা ফাতে।
শিখে ফেলেছেন? আরে না। আসল কথাইতো বলিনাই। যদি যোগফল ৭ এর বেশি হয় তাহলে-
চিন্তা করার কিছু নাই। প্রথমে উক্ত যোগফলকে ৭ দিয়ে ভাগ দিন। অবশিষ্ট ভাগশেষটা হল বারের কোড।
ভাগশেষ শূন্য হলে শুক্রবার। মনে করুন, যোগফল যদি ১৩ হয় ৭ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে ৬ । ৬ মানে বৃহস্পতিবার।
মানে
৭)১৩(১
>>>৭
-----------
>>>৬
উদাহরণঃ ২০১৪ সালের জানুয়ারির ১৫ তারিখ কি বার?
নিয়ম অনুসারে জানুয়ারি মাসের কোড “৪”। মাসের কোড+ তারিখ
৪+১৫= ১৯ (যোগফল ৭ এর চেয়ে বড়)
১৯/৭ ভাগশেষ ৫।
বারের কোড অনুসারে ৫ হল বুধবার। অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখ বুধবার।
৭)১৯(২
>>১৪
----------
>>>৫
এবার আপনাদের পরীক্ষা নিবঃ
২০১৪ সালের অক্টোবরের ২৪ তারিখ কি বার ?
২০১৪ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখ কি বার?
আজ এই পর্যন্ত। ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।