কঙ্বাজারের সোনাদিয়ায় দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তার আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ডস। রবিবার দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ আয়োজনে 'ডিপ সি পোর্ট অ্যান্ড চিটাগাং পোর্ট অপারেশন' শীর্ষক মতবিনিময় এ আগ্রহের কথা জানান নেদারল্যান্ডস রাষ্ট্রদূত গার্বেন ডি ইয়ং। মতবিনিময় সভায় ডাচ রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে ডাচ কোম্পানি রটের্ডেম ডিপ সি পোর্ট উৎকৃষ্ট হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এ কোম্পানি গভীর সমুদ্র বন্দর নির্মাণ ও পরিচালনায় সমাদৃত। এ কোম্পানির অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বাংলাদেশেও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।' চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, রটের্ডেম সিনিয়র পোর্ট প্ল্যানার জ্যান ইয়ান উইল্যাম কোম্যান এবং প্রাইভেটাইজেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল মডেলিং এঙ্পার্ট ফ্র্যাংক ম্যাসন, চট্টগ্রাম বন্দরের চিফ প্ল্যানিং কর্মকর্তা মনিরুজ্জামান ও পরিচালক (ট্রাফিক) গোলাম সরওয়ার প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।