[৭০]
দেখলি না তুই সংসারের কি রূপ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
দেখলি না তুই সংসারের কি রূপ
প্রাণ সখি গো –
কার কাছে কই আমার মন-দুঃখ -। ।
সখি গো –
সংসার হয় যাতনার ফাঁদ
পেতেছেন আলী আহাদ
তার ভিতরে দিয়েছেন সুখ দুঃখ,
স্বর্গ নরক নহে দূরে
ভাল মন্দ এই সংসারে
দেখতে চাইলে করো যোগ-বিযোগ -। ।
সখি গো –
ত্রিবেণীয়ার তিন ধারাতে
তিন তাসের খেলা সংসারেতে
জুড়িলেন সাঁই দেখতে আপন রূপ,
সংসার হয় মায়া যোনি
কাম কামিনী মন মোহিনী
ব্রহ্ম মাতা মহামায়া রূপ -। ।
সখি গো –
সংসার হয় ত্রিবেণীর ঘাট
বসাইছেন সাঁই প্রেমের হাট
কার কাছে কই ছয় ডাকাতের দুঃখ,
কাঙ্গাল ফরিদেরই মনের বেদন
কখন জানি হবে মোচন
দেখতে পাব বন্ধুর মধু মুখ -। ।
তাং ৩০/১২/১৯৮১খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।