আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েবকোড ইন্সটিটিউট এ প্রশিক্ষণ নিন, ফ্রিলান্সিং ও অনলাইনে ক্যারিয়ার গড়ে তুলুন। দেশের সেরা ওয়েব ভিত্তিক আইটি ইন্সটিটিউট ওয়েবকোড।

আপনি কি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে চান? কিংবা একটি সুন্দর ও উজ্জ্বল অনলাইন ক্যারিয়ার গড়তে চান? যদি হতে চান তাহলে আপনাকে ভালোভাবে শিখতে হবে। আর আপনাকেই দক্ষ করার জন্য দেশের অন্যতম সেরা আইটি ফার্ম ওয়েবকোড ইন্সটিটিউট নিয়ে এসেছে ওয়েব ডিজাইন, এডভ্যান্স এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ও ওয়ার্ডপ্রেস প্লাগিংন্স ডেভেলমেন্ট এর মত সময় উপযোগী প্রশিক্ষণের। আপনি যদি চান একজন সফল ফ্রিল্যান্সার অথবা অনলাইন উদ্যোগতা তাহলে এসময়ে ওয়েবকোড ইন্সটিটিউট হবে আপনার সেরা পছন্দ।
সম্প্রতি চালু হওয়া ইন্সটিটিউট ওয়েবকোড দেশের মানুষকে আরো বেশি অনলাইনে দক্ষ করার লক্ষ্যে তাঁদের কার্যক্রম শুরু করেছে। অন্য প্রতিষ্ঠান থেকে ওয়েবকোড সম্পূর্ণই আলাদা।

কারণ ওয়েবকোড গতানুগতিক ধারায় বিশ্বাস করে না। এখানে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারে যাদের আসলেই প্রবল ইচ্ছা রয়েছে অনলাইন ক্যারিয়ার গড়ার। যার মধ্যে সেই ইচ্ছা নেই সে শত চেষ্টা করলেও ওয়েবকোড এ অংশগ্রহণ করতে পারবেন না।
দেশে একমাত্র ওয়েবকোড দিচ্ছে আইটি প্রশিক্ষণে আন্তর্জাতিক মানের ছোঁয়া। ওয়েবকোডে শিক্ষার্থীদের শেখানোর পদ্ধতিই অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা।

রয়েছে একাধিক রিসোর্স পারসন যারা দীর্ঘদিন কাজ করছেন অনলাইনে এবং বাংলাদেশে তারা অন্যতম ফ্রিল্যান্সার, ডেভেলপার, ব্লগার এর মধ্যে অন্যতম। এবং অন্যদের মত ওয়েবকোডে নেই কোন ভাড়া করা প্রশিক্ষক!!এখানে আয়ের প্রলোভন দেখিয়ে কাউকে প্রশিক্ষণে সুযোগ দেয়া হয় না, বরং তাদেরকে সুযোগ দেয়া হয় কাজ শেখানোর প্রতিশ্রুতি দিয়ে। এছাড়াও ওয়েবকোড যে সকল সুবিধা সমূহ রয়েছে তা হলো

ইতিমধ্যে ওয়েবকোড শুরু করেছে প্রশিক্ষণের ব্যাবস্থা, এর মধ্যে রয়েছে-
এছাড়া প্রতি মাসে ২ টি করে ওয়েবকোডে আয়োজন করে ডে-লং কোর্স। ডে-লং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সরাসরি ওয়েব কোডে।
এবার আসুন দেখে নেই ওয়েবকোডের প্রতিটি প্রশিক্ষণে কি কি থাকছেঃ
বর্তমানে ওয়েব ডিজাইন একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়।

বিশেষ করে নিশ্চিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য। বাংলাদেশের অনেক তরুণেই তাদের পছন্দের ক্যারিয়ার বেছে নিয়েছে ওয়েব ডিজাইনিংকে। তারা দেশ এবং দেশের বাইরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে যথেষ্ট অর্থ উপার্জন করছে। তবে সেই স্তরে পৌঁছোতে প্রয়োজন সঠিক গাইডলাইন এবং দক্ষহাতের প্রশিক্ষণ। এই লক্ষ্যেই ওয়েবকোড শুরু করছে “প্রফেশনাল ওয়েব ডিজাইন প্রশিক্ষণ”।

কোর্সে থাকছে ওয়েব ডিজাইনিং এর যাবতীয় বিষয়।
৩ মাস ব্যাপী এই কোর্সে মোট ক্লাস সংখ্যা ২৪ টি, ক্লাস শুরু হবে আগামী ১৮ এপ্রিল, ২০১৪। প্রশিক্ষণ ফিঃ ১৫,০০০/= টাকা (রয়েছে ইস্টলমেন্ট এর সুবিধা)। প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত
বিশ্বের সেরা সিএমএস প্ল্যাটফর্মগুলোর ভিতর ওয়ার্ডপ্রেস অন্যতম।

বর্তমানে ওয়ার্ডপ্রেস ওয়েব এর প্রায় ৫ ভাগের ১ ভাগ দখল করে নিয়েছে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বড় একটা অংশ জুড়ে আছে “ওয়ার্ডপ্রেস থিম”। আর ব্যবহারকারীরা যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে পারদর্শী হয় তাহলে এটাকে খুব সহজেই নিজের মত করে তৈরি করে নিতে পারে। তাই দিন দিন বেড়েই চলেছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর রাজত্ব।
আর এই কারনে প্রতিদিন হাজারো কাজ জমা পড়ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম নিয়ে।

শুধু তাই নয়, থিমফরেস্ট এর মত থিম মার্কেটপ্লেসের জন্য থিম বানিয়ে কল্পনাতীত আয়ও করে নিতে পারেন যদি আপনি হন একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। তাই বলা চলে কাজের কোন অভাব নেই একজন থিম ডেভেলপারের। আর আপনাকে একজন প্রফেশনাল থিম ডেভেলপার বানাতে ওয়েবকোড আয়োজন করেহে “প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট” প্রশিক্ষণের।
৩ মাস ব্যাপী এই কোর্সে মোট ক্লাস সংখ্যা ২৪ টি, ক্লাস শুরু হবে আগামী ২১ এপ্রিল, ২০১৪। প্রশিক্ষণ ফিঃ ১৫,০০০/= টাকা (রয়েছে ইস্টলমেন্ট এর সুবিধা)।

প্রতি সোমবার ও মঙ্গলবার ক্লাশ অনুষ্ঠিত হবে বিকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত।
প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত
আজকের যুগে আমরা যেসকল ওয়েবসাইট দেখি তার সবই কিন্তু এই ওয়েবডেভেলপমেন্ট এর ফল। বর্তমানে ফ্রিল্যান্সিং একটি অন্যতম জনপ্রিয় নাম বাংলাদেশে। এই ওয়েব ডেভেলপমেন্ট এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আপনি আয় করতে পারে প্রতিমাসে ৫০০-৫০০০ ডলার বা তার ও বেশি। প্রতিমাসে প্রায় সকল মার্কেটপ্লেস গুলোতে কমপক্ষে ১৫,০০০ এর ও বেশি জব পোস্ট হয় শুধু মাত্র ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য।

আর গড়পড়তায় প্রতিটি প্রোজেক্ট এর মূল থাকে ঘন্টায় ২০-৫০ ডলার পর্যন্ত, এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে।

তাই বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট একটি অনবদ্য ক্যারিয়ার। ওয়েব ডেভেলপমেন্ট এমন একটি ক্যারিয়ার যার প্রয়োজনীয়তা ইন্টানেটের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবে। বর্তমানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, সব ক্ষেত্রেই সমান ভাবে জনপ্রিয় ওয়েব ডেভেলমেন্ট। আর সেই ওয়েব ডেভেলপমেন্টকে ভালো করে শেখানোর জন্য ওয়েবকোড চালু করলো ৪ মাস ব্যাপী “ দুর্দান্ত ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ”
আগামী ব্যাচ শুরুঃ ৭ মে, ২০১৪, ৪ মাসের তাত্ত্বিক ও ব্যাবহারিক জন্য প্রশিক্ষণ ফিঃ ২০,০০০/= টাকা (রয়েছে ইস্টলমেন্ট এর সুবিধা)।

প্রতি বুধ ও বৃহস্পতিবার ক্লাশ অনুষ্ঠিত হবে সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত।
প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত
অনেকেরই ভ্রান্ত ধারণা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ এখন ক্যারিয়ার গড়ে তোলা খুবই কঠিন। আসলে এটি একদমই সত্য কথা নয়। সঠিক গাইডলাইন ও ধৈর্য সহকারে শিখলে এসইও হতে পারে সবচেয়ে একটি চ্যালেঞ্জিং ক্যারিয়ার। এসইও ভালো ভাবে শিখতে পারলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ব্লগিং করতে পারবেন এমন কি নিজের পণ্য বা সেবাকে মার্কেটিং করে উদ্যোগতা হতে পারবেন।

এর জন্য শুধু প্রয়োজন সঠিক ভাবে গাইডলাইন ফলো করে শেখা। আর এর জন্য ওয়েবকোড হাজির হয়েছে ৩ মাস ব্যাপী "এডভ্যান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও অ্যাফিলিয়েট মার্কেটিং" দুর্দান্ত এক প্রশিক্ষণ নিয়ে।
কোর্স মেয়াদকালঃ ৩ মাস এবং আগামী ব্যাচ শুরু হবে ১৫ মে, ২০১৪ থেকে। এসইও এবং অ্যাফিলিয়েট মার্কেটিং প্রশিক্ষণের ফিঃ ১৫,০০০/= টাকা।
প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত
বাংলাদেশে এই প্রথম চালু হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগিংন্স এর উপর প্রশিক্ষণ।

যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা জানেন প্লাগিন্স কতটা গুরুত্বপূর্ণ। কারণ একটি প্লাগিংন্স দিয়ে সম্পূর্ণ ওয়েবসাইটের কাজ খুব দ্রুত করা যায়। আর এই কারনে দিনে দিনে প্রচুর চাহিদা তৈরি করে নিয়েছে প্লাগিংন্স।
এছাড়াও অনেক প্লাগিংন্স মার্কেটপ্লেস আছে (যেমনঃ CodeCanyon.net) যেখানে আপনি আপনার তৈরি প্লাগিংন্স দিয়ে আয় করতে পারেন আশাতীত অংকের টাকা। কোডক্যানিয়ন মার্কেটপ্লেসে এমন কিছু প্লাগিংন্স রয়েছে যাদের প্রতিমাসে সেল হয় ১০ থেকে ১৬ হাজার ডলারের ও বেশি !!!!
তবে এমন পর্যায়ে যেতে হলে নিতে হবে কঠোর প্রশিক্ষণ এবং ধৈর্য সহ কাজ করা।

আর আপনাকে প্রশিক্ষণ দিতে ওয়েবকোড আয়োজন করছে “ওয়ার্ডপ্রেস প্লাগিংন্স ডেভেলপমেন্ট”
কোর্স বিস্তারিত জানতে আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে ওয়েবকোডের সাথে।
দেশসেরা কিছু রিয়েল এক্সপার্টদের নিয়ে ওয়েবকোড পরিচালনা করছে সকল প্রশিক্ষণ। প্রশিক্ষক সবাই তাঁদের নিজেদের অনলাইন ক্যারিয়ারে সফল ব্যাক্তিত্য। গত ৪-৫ বছর ধরে সফলতার সাথে কাজ করছেন এমন কয়েকজন এক্সপার্টই হচ্ছে ওয়েবকোডের কাণ্ডারি। আসুন এক ঝলকে দেখে নেই কে কে আছেন ওয়েবকোড এ রিসোর্স পারসোন হিসাবেঃ
WebCode Team
তো বুঝতেই পারছেন ওয়েবকোডে রয়েছে একঝাক রিয়েল এক্সপার্ট যারা সর্বদা প্রস্তুত আপনাকে সঠিক গাইডলাইন দেয়ার।


প্রথমেই যোগাযোগ করুন আমাদের সাথে। সবচেয়ে ভালো হয় যদি ভর্তি হবার পূর্বে আমাদের সাথে আপনার ইচ্ছা, আপনার সকল সমস্যার কথা শেয়ার করেন। এতে করে ওয়েবকোড আপনার সমস্যার উপর ভিত্তি করে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারবে। আমাদের সকল এক্সপার্টগন এই বিষয়ে পূর্ণ সহায়তা প্রদান করবে আপনাকে
আগে এসে আমাদের যাচাই করে নিন তারপর ভর্তি হবার সিধান্ত নিন।
ওয়েবকোডের প্রশিক্ষণে ভর্তি হতে এবং যেকোন তথ্যের জন্য সর্বদা খোলা রয়েছে আমাদের হটলাইন গুলো – হটলাইনঃ ০১৬৭৮-১৭০৫৯৩, ০১৭১২-২৯৫৯৫০
এছাড়াও সরাসরি অফিসে এসেও সব বিষয়ে আলোচনা করতে পারেন।


আমাদের ঠিকানাঃ
ওয়েবকোড ইন্সটিটিউট
১০-এ/১, শতাব্দী সেন্টার, ২৯২ ইনার সার্কুলার রোড,
ফকিরাপুল, মতিঝিল
ঢাকা- ১০০০
মোবাইলঃ ০১৬৭৮-১৭০৫৯৩, ০১৭১২-২৯৫৯৫০
ইমেইলঃ info@webcode.com.bd
ওয়েবঃ http://www.webcode.com.bd
ওয়েবকোড প্রশিক্ষণ ছাড়াও আরো বেশ কিছু বিশেষ আয়োজন করছে সবসময়। তাই নিয়মিত আমাদের ফলো করুন এবং আপডেট থাকুন
সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ওয়েবকোড ইন্সটিটিউট এর পক্ষ থেকে।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ওয়েব কোড ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।