পেশাদার লিগের মাধ্যমে ফুটবলে ফেনী সকারের পরিচয়। ২০০৯ সালে একবার ফেডারেশন কাপে সেমিফাইনাল ছাড়া ঘরোয়া আসরের বড় কোনো কৃতিত্ব ছিল না তাদের। এবার সুযোগ এসেছে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলার। শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ হয়েছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলে সেমিফাইনালে তারা গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।
দর্শকশূন্য গ্যালারি ম্যাচে ফেনীর প্রাধান্য খুঁজে পাওয়া গিয়েছিল। তবে সহজ সহজ সুযোগ নষ্ট করাতে গোলের দেখা পাচ্ছিল না তারা। ৮০ মিনিট পর্যন্ত গোল না হওয়াতে মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময় গড়াবে। না, শেষের দিকে ফেনী একের পর এক আক্রমণ করে ব্রাদার্সের রক্ষণভাগ ভেঙে ফেলে। ৮১ মিনিটে হেডে জালে বল পাঠান কাপানমান্ডি।
৫ মিনিট পর মামুন দলের পক্ষে দ্বিতীয় গোল করে ফেনীর ফাইনাল নিশ্চিত করেন। আজ মোহামেডান ও আবাহনীর খেলায় বিজয়ী দলের সঙ্গে ফেনী ফাইনালে লড়বে। ম্যাচ শেষে ফেনীর খেলোয়াড়রা আনন্দে আত্মহারা হয়ে যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।