আমাদের কথা খুঁজে নিন

   

তৈরী হলো দুই হাজারের অধিক এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপার

তৈরী হলো দুই হাজারের অধিক এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপার
http://www.nationalappsbd.com/?p=1717
**********************************************************************
হাহ, যা ভেবেছিলাম তাই হলো.. প্রথম দিকে কেউ কেউ সান্তনার সুরে বলেছিল.. "না হোক ডেভেলপার, আইডিয়া টা তো পাবে, সেটাই বা কম কিসের।..." ভালো, খুব ভালো কথা, একটা web পেজ কে native webview dara লোড করে যদি বলা হয়.. তুমি android ডেভেলপার হয়ে গেছ.. এই নাও সার্টিফিকেট, তাহলে আমাদের মাঝে খুব সহজে কোনো সান্তনা আসেনা , আসার কথাও না । তবুও বাঙালি আমরা, goldfish এর মত সব ভুলে আশায় বুক বেধে ছিলাম.. "দ্বিতীয় পর্যায়ে হয়ত আরো লম্বা ট্রেনিং নেবে, শিক্ষানবিশরা এক্সপার্ট হবে, ডেভেলপার পদবি নিয়ে কর্ম যুদ্ধে নামবে।. তবেই না আত্মতৃপ্তি আসবে, জোরেশোরে ক্রেডিট নেয়া হবে আর সোনার বাংলাদেশের আকাশে বাতাসে উড়বে app আর app " বাহ, তার আগেই শুরু হয়ে গেল বিজ্ঞাপনী প্রচার , ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মন্ত্রী, সংসদ আর কিছু সুযোগসন্দানী মানুষের আগামী কয়েক বছরের কথা বলার রসদ..
" আপনারা জানেন, আমরা মাত্র ৫ দিনের প্রশিক্ষণ দিয়ে দুই হাজার android ডেভেলপার তৈরী করেছি, যা কিনা আর কেউ পারে নাই..."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.