আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম মেহেদীর অপেক্ষায়............ মুলঃ হারুন ইয়াহিয়া

। । ..জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে,ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে.। । الرَّحِيمِ الم [٢:١] ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَۛ فِيهِۛ هُدًى لِّلْمُتَّقِينَ [٢:٢]الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ [٢:٣] “আলিফ লাম মীম।

এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে। ” সূরা বাকারাঃ ১-৩ ধর্ম, দর্শনও নয়; বিজ্ঞানও নয়- ধর্ম- এক সুগভীর বিশ্বাস - অদেখা বিষয়ের উপর। ধর্ম, পথ-প্রদর্শনকারী-তবে শুধুমাত্র বিশ্বাসী আর পরহেযগারদের জন্য।

সুতরাং, অদেখা বিষয়েরবিশ্বাসী হিসেবে আমি কার্যত কোন কারামত, অলৌকিকত্ব বা দৈব খোজার প্রয়াস করব না-কেননা আমি বিশ্বাস করি “হও” বা “হয়ে যাও” এর আদেশদাতার কার্যত আর কোন কারামত প্রকাশ করার দরকার নেই, বরঞ্চ কায়মনোবাক্যে কামনা করি আল্লাহ্‌ তায়ালা যেন আমাকে এবং আমাদের সকলকে সরল বিশ্বাসে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন। তাই, আমার সকল জ্ঞানী ভাই ও বোনদের অনুনয় করছি দয়া করে আমাদের মত অদেখায় বিশ্বাসীদের কোন কিছু দেখিয়ে বিশ্বাস করানোর কষ্ট করবেন না-আপনাদের সময়, জ্ঞান-বিজ্ঞান, যুক্তি-তত্ত এই দুনিয়ার জন্য অত্যন্ত মূল্যবান-দয়া করে তা আমার বা আমাদের মত কূপমণ্ডূকদের (বিশ্বাসের বাইরে যারা আর কিছুই দেখে না) পিছনে ব্যয় করবেন না। ইমাম মেহেদী’র অপেক্ষায়......... ইমাম মেহেদী এই নামটি সারা পৃথিবীতে সুপরিচিত এবং সমাদৃত। সারা পৃথিবীর নির্যাতিত ও হতভাগ্য মুসলমান জনতা অধীর আগ্রহে এই মহামানবের জন্য অপেক্ষা করছে, পৃথিবীব্যাপী এই মহান আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি সম্পর্কে জল্পনা-কল্পনা চলছে। সারা পৃথিবীর মসুলমানদের বিশ্বাস, ইমাম মেহেদীহবেন মহানবী (সঃ) এর বংশধর, যিনি কোরআন ও সুন্নাহ’র আলোকে পৃথিবী আলকিত করবেন এবং কেয়ামত সংঘটিত হওার পূর্বে পৃথিবীতে ন্যায় এবং শান্তির বার্তা নিয়ে আসবেন।

তার সম্পর্কে হাদীসে উল্লেখ আছে যে- হযরত আলী (রাঃ)হতে বর্ণিত রাসুল (সঃ) বলেছেন, “এই পৃথিবীর যদি মাত্র একদিন বাকি থাকে আল্লাহ্‌ সেই দিনটিকে প্রলম্বিত করে দিবেন যতক্ষন না আমার বংশধরের থেকে একজন প্রেরিত হয়। ” (সুনান আবু দাউদ, ৫/৯২) উপরে বলা কথাগুলো অনেকের কাছেই নতুন কিছু নয়। আমিও আসলে নতুন কিছু বলতে আসিনি, আমাদের জানা ব্যাপারগুলিই একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করব, মাত্র। মেহেদী কেন আসবেন, কবে আসবেন, কিভাবে তাকে চেনা যাবে এই সব বিষয় সম্পর্কে রেফারেন্স সমৃদ্ধ এবংযুক্তিভিত্তিকতথ্য উপস্থাপন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ্‌। আজ এই পোস্টটিতে ইমাম মেহেদী’র আগমনের কিছু আলামত সম্পর্কে বলব এবং পরবর্তী পোস্ট গুলতে এই সব আলামতের তথ্যভিত্তিক ও যুক্তিভিত্তিকব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।

নিচে এইসব আলামতের একটা তালিকা দেওয়া হল এবং পরবর্তী পোস্টগুলোতে প্রত্যেকটি আলামতের ব্যাখ্যা দেওয়া হবে। আলোচনার শুরুতে কিছু ব্যাপার পরিস্কার করে নেবার দরকার- ১. “আলামত” শব্দের প্রতিশব্দ “লক্ষণ”। ২. “লক্ষণ” গুলোর বিষয়বস্তু কখনো সমস্টিক, কখনো ব্যাস্টিক, কখনোবা সুনির্দিষ্ট। আলামত সমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ • দুর্নীতির ব্যাপক বিস্তার। • ব্যাপক হত্যাযজ্ঞ।

• পৃথিবীব্যাপী অনিয়ম ও সংঘর্ষের পরিব্যাপ্তি। • অর্থনৈতিক সংকট। • মুসলিমদের উপর ক্রমবর্ধমান অত্যাচার। • মসজিদের ধ্বংসসাধন। • ধর্মীয়ভাবে নিষিদ্ধ বিষয়গুলোর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পাওয়া।

• আল্লাহ্‌ কে প্রকাশ্যে অস্বীকার করা। • ইরাক-ইরান যুদ্ধ। • আফগানস্তানে দখলদারিত্ব। • ইউফ্রেতিস নদীর প্রবাহ বন্ধ হওয়া। • রমজান মাসে চন্দ্র এবং সূর্য গ্রহন হওয়া।

• ধূমকেতুর উদ্ভব। • পবিত্র কাবা শরীফে রক্তপাত। • পূর্ব দিগন্তে আলোক ঝলকানি। • ইস্তানবুলে তেলবাহী জাহাজের বিস্ফোরণ। • ভণ্ড নবীদের উদ্ভব।

• ব্যক্তি স্বার্থে ধর্মের ব্যবহার। • আশ্চর্যজনক বিভিন্ন ঘটনার উদ্ভব। • সূর্যে আলামতের প্রকাশ। • বড় বড় শহরের ধ্বংসসাধন। • ভুমিকম্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া।

• একটি বড় ঘটনার উদ্ভব। • দুই লেজ বিশিষ্ট ধূমকেতুর আগমন। • মহাকাশে হাতের আকৃতির উদ্ভব। • ভয়াবহ বন্যা। • বার্ড এবং সোয়াইন ফ্লুর উদ্ভব।

• বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি। • বাগদাদ শহরের ধ্বংসসাধন। • মরুর বুকে ইরাকী সৈন্যদলের বিলুপ্তি সাধন। • ইরাকীদের নিঃস্ব অবস্থায় পতিত হওয়া। • ইরাক এবং শামদেশের উপর অবরোধ আরোপ।

• ইরাকের পুনর্গঠন। • শামদেশে দুর্নীতির বিস্তার। • নির্দোষ শিশু হত্যা। • ইরাকী লোকজনের উত্তরমুখী হয়ে শামদেশে পলায়ন। • শামদেশ, ইরাক এবং সমগ্র আরবজুড়ে অনিয়মের বিস্তার লাভ।

• টাইগ্রিস এবং ইউফ্রেতিসের মধ্যে যুদ্ধ। • ইরাকের তিন ভাগে বিভক্তি। ইমাম মেহেদীর আগমনের কয়েকটি আলামত দেওয়া হল। ইনশাআল্লাহ্‌, পরবর্তী পোস্টগুলোতে আলামতগুলো রেফারেন্সসহ ব্যাখ্যা করা হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.