আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর আপিল মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিল মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে।

শুনানি শেষ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখার আরজি জানিয়েছেন।

আগামী রবিবার ১৩ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওইদিন আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাব দেবেন।

আজ বৃহস্পতিবার আপিল মামলাটির শুনানির ৪৭তম দিনে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে সবগুলোর বিষয়েই যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলেন।

এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় মামলার কার্যক্রমও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে।

ইতোমধ্যে আসামিপক্ষও তাদের শুনানি ও যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেছেন। তবে আগামী রবিবার রাষ্ট্রপক্ষের শুনানির জবাব দেবেন আসামিপক্ষ।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আসামিপক্ষের জবাবের পর প্রয়োজনে রাষ্ট্রপক্ষও বক্তব্য দিতে পারবেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.