আমাদের কথা খুঁজে নিন

   

হিলারি ক্লিনটনকে লক্ষ্য করে জুতা

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লাস ভেগাসের একটি হোটেলে বক্তৃতা করছিলেন। হঠাৎ করেই  ছুটে এল একপাটি উড়ন্ত জুতা। হিলারি মাথা সরিয়ে জুতার আঘাত এড়ালেন। এ ঘটনার পরও তিনি বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন। মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র জর্জ ওগিলভি জানান, 'একজন নারী ওই জুতা ছোড়েন। ম্যানডালে বে হোটেলে হিলারি ক্লিনটনের বক্তৃতায় আমন্ত্রিত অতিথি ছিলেন না ওই মহিলা। জুতা ছোড়ার ঘটনাটি ঘটার আগে গোয়েন্দা কর্মকর্তা ও হোটেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নজরে পড়েন তিনি। '

ওগিলভি বলেন, 'গোয়েন্দা কর্মকর্তা ও হোটেলের নিরাপত্তা কর্মকর্তারা তাঁর দিকে এগিয়ে যেতে থাকলে তিনি হিলারিকে লক্ষ্য করে একটি জুতা ছুড়ে মারেন। শিগগিরই তাঁকে আটক করা হয়।

'

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.