আমাদের কথা খুঁজে নিন

   

হিলারি ক্লিন্টনকে জুতা

বৃহস্পতিবার লাস ভেগাসের মান্দালে বে হোটেল-ক্যাসিনোয় পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প বিষয়ক এক ইন্সটিটিউটের সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় এ ঘটনা ঘটে।

দর্শকশ্রোতাদের মধ্য থেকে ওই নারী সামনে মঞ্চের দিকে এগিয়ে গিয়ে এ কাণ্ড ঘটান। তবে হিলারি সঙ্গে সঙ্গেই মাথা সরিয়ে নেয়ায় জুতার আঘাত থেকে বেঁচে গেছেন।

টিভি ফুটেজে দেখা গেছে, প্রায় এক হাজার লোকের সমাবেশে হিলারিকে জুতা মারার ঘটনাটি ঘটে। কিন্তু এরপরও বক্তৃতা চালিয়ে যান হিলারি।

জুতা ছোড়ার ঘটনা নিয়ে রসিকতাও করেন তিনি।

‘দ্য গার্ডিয়ান’ জানায়, ঘটনার পরপরই ওই নারীকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। তবে সাংবাদিকদের কাছে তার পরিচয় জানানো হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অপরাধ মামলাও দায়ের করা হবে।

এর আগে ২০০৮ সালে বাগদাদে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য জুতা ছুড়ে মারার ঘটনাটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল।



ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে এক ইরাকি যুবক বুশকে জুতা মেরে প্রতিবাদ জানান। ওই ঘটনার পর আরও অনেক দেশে এ ধরনের ঘটনা ঘটেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.