আজ DUET এ শুরু হয়েছে " Annual Project Fair 2014" । Annual Project Fair 2014 এর আযোজনে আছে DUET এর Electrical & Electronic Engineering (EEE) ডিপার্টমেন্ট। ডুয়েটের প্রযুক্তিপ্রেমী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে তাদের মেধা এবং সৃজনশীলতা প্রদর্শন করছে। Duet Robotic Club, Duet creative Society, Curious 7 of DUET সহ শিক্ষার্থীরা ব্যাক্তিগত এবং দলগতভাবে তাদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করছে। সবাই মেতে উঠেছে প্রযুক্তির উৎসবে।প্রজেক্ট সমূহের বিস্তারিত থাকছে পরবর্তী আপডেটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।