আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গে গেলে ছাগু ট্যাঁগার ডাক্তার আইজু যা যা করতে পারে

আমি আরমান,আরমান ভাই।এই মুহূর্তে বিরাট টেনশনে আছি। স্বর্গে পৌঁছার পর ডাক্তার আইজু যা করতে পারে- ১)প্রথমেই নিজের পা-চাটা কিছু দালাল জুটিয়ে নিবে ২) তারপর স্বর্গের স্বর্গীয় যোগাযোগ ওয়েবসাইটে সব স্বর্গবাসীকে পাপী ট্যাগ দিতো আর নরকে পাঠাবে ৩)এই পর্যায়ে দেবদুতদের মানুষ বলে ট্যাগ দিয়ে তাদের পাওয়ার কেড়ে নিবে এবং দুনিয়াতে পাঠাবে ৪)সবশেষে গডকে বন্দী করে নিজেকে স্বর্গের অধিপতি বলে ঘোষনা দিবে এবং স্বর্গের হুরদের সাথে আমোদে রত হবে। এটা একটা ফান পোস্ট ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।