আমাদের কথা খুঁজে নিন

   

টিভি সিরিয়াল, স্বর্গে সম্প্রচার।

It is too much tough to lead a very simple life একদা স্বপ্নে স্বর্গে বসবাসরত বাউলা বাবার ডাক পেলাম। সাথে সাথে গিয়ে হাজির হলাম বাবার খেদমতে। অনেকক্ষণ বাবার পায়ের কাছে বসে পা টিপে দিলাম আর দেখতে লাগলাম তাহাদের স্বর্গের আবাস। কিন্তু কোথাও টেলিভিশন দেখতে পেলাম না বলে বাবাকে শেষমেশ জিজ্ঞাসা করেই বসলাম যে "বাবা, আপনাদের এখানে টেলিভিশন দেখার ব্যবস্থা নেই? আপানাদের আনন্দের ব্যবস্থা নেই? স্বর্গের খবর নেয়ার ব্যবস্থা নেই? তাহলে কিভাবে সময় কাটে আপনাদের? বাবা চোখ মিটমিট করে হাসে, কাঁধের উপর হাত রেখে বলে " বাছা, এখানে সব স্বর্গীয় ব্যাপার সেপার। টিভি দেখার জন্য বাক্স দরকার হয় না।

যেখানে দেখতে মন চাবে শুধু বলবি, দেয়ালে শুরু হয়ে যাবে পছন্দের পোগ্রাম। সবাইকে আনন্দ দেয়ার জন্য আছে চার চারটি টিভি চ্যানেল। Star plus, স্টার জলসা, Z banlga, ETV bangla, আর কি লাগে বল? তাছাড়া এখানা ঝগড়া বিবাদ নেই, রাজনীতির ক্যাচাল নেই, টাকা পয়সার দরকার নাই, রাস্তা ঘাটও সব ঠিকঠাক। চুরি ছিনতাই, হাহাকার রাহাজানি নাই, তাই কারো খবর দেখার দরকার নাই। আসলে সময়ও নাই, এসব করার।

সবাই যেখানে সেখানে ওইসব চ্যানেলের প্রোগ্রাম দেখতে ব্যস্ত। আমার হাতের তালুর দিকে তাকা, দেখে তুই যখন আমার পা টিপে দিচ্ছিলি তখন আমি আমার হাতের তালুতেই স্টার জলসার "মুখোশ আমার সম্বল" দেখতে ছিলাম, দিলিতো বারোটা বাজাইয়া, শেষের সিনটাই কি বলল দেখতে পারলাম না হতছাড়া, রাতের ঘুমটাই হারাম করে দিলি, যা ভাগ এখান থেকে এক্ষুনি। " অতঃপর স্বপ্ন ভঙ্গের আনন্দ :p ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.