আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল এর অপেরা ব্রাউজারে বাংলা লেখা (বিশেষ করে যুক্তবর্ন) ভেঙ্গে যাচ্ছে? ৩০ সেকেন্ডে সমাধান করুন।

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" যারা মোবাইলের অপেরা ব্রাউজার থেকে মাঝে মাঝেই ব্রাউজ করেন এবং ফেসবুক, ব্লগ কিংবা কোন বাংলা পত্রিকার বাংলা ফন্ট দেখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা নিচের সেটিংসটি অনুসরন করুন। সর্বোচ্চ ৩০ সেকেন্ডের মধ্যে আপনার সমস্যার সমাধান করুন নিজেই। প্রথমে আপনার অপেরা ব্রাউজার Open করুন। এড্রেস বক্সে (যেখানে ওয়েবসাইট এর নাম লিখে থাকেন যেমন http://www.somewhereinblog.net) লিখুন - opera:config এবার নিচের ছবির মত পেজ আসবে। পেজের একদম নিচে "Use bitmap fonts for complex scripts" নামে একটা অপশন পাবেন।

অপশন এর পাশের বক্সে "No" লেখা আছে। এখান থেকে "Yes" সেলেক্ট করুন। "Save" বাটনে ক্লিক করে বেড়িয়ে আসুন। এই সেটিংসটি একবার করলেই যথেষ্ট। তবে নতুন করে অপেরা নামালে কিংবা আপডেট করলে পুনরায় উপরের ধাপ অনুযায়ী সেটিংস পরিবর্তন করে নিবেন।

অনেকেই হয়ত বিষয়টি আগে থেকেই জানেন। তারপরেও যারা জানেন না তাদের হয়ত উপকারে আসবে লেখাটি। ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.