আমাদের কথা খুঁজে নিন

   

সামনে বড় দিন, তারআগে কইলাম আইজগা সত্যই ছোট দিন... সবাইকে ছোট দিনের শুভেচ্ছা

প্রতি টি মানুষের লুকানো কিছু আবেগ থাকে যা কখনো কাউ কে বলা হয় না। শুধু বোবা কাঁন্নার মত সারা জীবন কাঁদতে হয় সেই আবেগের কারণে। আমি ও কাঁদি সারা জীবন কাঁদবো এভাবে। । কি মিয়ারা সামনেতো বড় দিন, হুদাই নাম এক্কান দিছে।

মোটেই দিনটা বড় না। কি কন??? ঐদিন বাদ দিয়া আসেন আজকের দিন পালন করি। নামেও ঠিক আছে কামেও ঠিক আছে মূলকথা: আজকের দিনটি বছরের সবচেয়ে ছোট দিন। ১২ ঘণ্টারও কম সময় দিনের আলো থাকবে। এদিন থেকেই সেকেন্ড মিনিটের হিসাবে দিন একটু একটু করে বড় হতে থাকবে।

আবার বছরের সবচেয়ে বড় দিন আসবে ২২ জুন। আবার দিনরাত সমান হবে ২৩ সেপ্টেম্বর। এভাবেই পৃথিবীর আপন কক্ষপথে ছুটে চলায় দিন-রাত বড়-ছোট হতে থাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.