আমাদের কথা খুঁজে নিন

   

গানের খবর -১ ( আসছে ২৫ শে ডিসেম্বর ২০১২ – ৩য় সঞ্জীব উৎসব এবং একটি চিত্র প্রদর্শনীর খবর)

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে আগামী ২৫ শে ডিসেম্বর ২০১২ – ৩য় সঞ্জীব উৎসব শুরু হতে যাচ্ছে । বিগত ২ বছর এর মত এবার ও এই অনুষ্ঠান টি আয়োজন করছে বাংলাদেশের জনপ্রিয় ব্যন্ড দল “দলছুট” । অনুষ্ঠান টি শুরু হবে বিকাল ৪ টায় , ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চারুকলা ইন্সট্রিটিউট এর বকুলতলাতে অনুষ্ঠান চলবে রাত ৮ টা পর্যন্ত। এর ভেতর । অনুষ্ঠানে সঞ্জীব দা স্মরণে গান গাইবেন – • দলছুট • জয় • পারভেজ • অরন্য • অন্যস্বর • শহরতলী • এবং আরো অনেক ।

অনুষ্ঠান টির মিডিয়া পার্টনার – রেডিও টুডে । সাথে সাথে ঘুরে যেতে পারেন আমাদের ছোট্ট সোনামণি “রুশানের” জন্য আয়োজিত চিত্র প্রদর্শনীতে “জুম গ্যালারী আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকা। ২৬ মিরপুর রোড, ধানমণ্ডি ঢাকা-১২০৫, বাংলাদেশ। প্রদর্শনীতে যারা অংশগ্রহন করছেনঃ দেশ বরেণ্য ভাস্কর ও চিত্র শিল্পী হামিদুজ্জামান খান চিত্র শিল্পী আইভি জামান চিত্র শিল্পী ফারাহ দিবা জামান চিত্র শিল্পী নাজমুল আলম আশা করি সবাই আসবেন আমি ও আসবো তবে গান গাইতে নয় শুনতে ! এবং “রুশানের” জন্য আয়োজিত চিত্র প্রদর্শনীতে । বিস্তারিত জানতে দেখুন এখানে - View this link ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.