আমাদের কথা খুঁজে নিন

   

জামিন পেলেন ব্লগার মশিউর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার মশিউর রহমানকে জামিন দিয়েছেন আদালত। তবে জামিন পাননি আরেক ব্লগার আসিফ মহিউদ্দিন। ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আজ রোববার এ আদেশ দেন।
আদালতে ব্লগারদের পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, আলাউদ্দিন মোল্লা ও আবদুর রশীদ বলেন, ব্লগাররা ধর্ম অবমাননা করে কোনো কিছু লেখেননি। জামিন পেলে তাঁরা পালিয়েও যাবেন না।


এ ছাড়া চার ব্লগারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ জুন।
গত ১২ মে একই আদালত থেকে জামিন পান সুব্রত অধিকারী ও রাসেল পারভেজ। ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মশিউর রহমান, সুব্রত অধিকারী ও রাসেল পারভেজকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়। আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনকে গ্রেপ্তার করা হয় দুই দিন পর গত ৩ এপ্রিল।


জামিনে মুক্ত সুব্রত অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মশিউর রহমান ও রাসেল পারভেজ একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। ব্লগারদের গ্রেপ্তারের পর থেকে ঢাকা বিশ্ববদ্যািলয়ের ছাত্র, শিক্ষক ও বিভিন্ন নাগরিক সংগঠন তাদের মুক্তি দাবি করে আসছিলেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.