মোল্যা নজরুলকে মহানগর উত্তর জোন থেকে গোয়েন্দা পুলিশের প্ররক্ষা শাখায় (প্রোটেকশন), উপ কমিশনার আব্দুল কুদ্দুস আমিনকে প্রোটেকশন থেকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট (ইঅ্যান্ডডি) শাখায় এবং উপ কমিশনার শেখ নজমুল আলমকে ইঅ্যান্ডডি থেকে গোয়েন্দা পুলিশের উত্তর ও পশ্চিম জোনে পাঠানো হয়েছে।
পুলিশ কর্তৃপক্ষ শনিবার তাদের বদলির এই আদেশ জারি করে।
এদের মধ্যে মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে আটক করে এক কোটি টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ এনেছেন নড়াইল এলাকার সাংসদ কবিরুল হক।
এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
একই ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজহারুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাতকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।