বিগব্যাঙ তত্ত্বের কথা আমরা কম বেশি সবাই জানি। আমি লিখব বিগব্যঙের মাধ্যমে কিভাবে সময়ের সৃষ্টি হয়েছিল এবং বিন্যাস হয়েছিল সে কথা। বিগব্যাঙ হল মহাবিশ্বের প্রাথমিক অবস্থার কসমোলজিক্যাল মডেল, যা মহাবিশ্বের পর্যায়ক্রমিক গঠন এবং এর উপাদান সমূহের সৃষ্টি এবং বিন্যাস সর্ম্পকে খুব সূক্ষ বৈজ্ঞানিক তত্ত্ব এবং পর্যবেক্ষনের সহায্যে নিখুত ভাবে বর্ননা করেছে। বিগব্যাঙ বলতে মূলত বিজ্ঞানীরা বলেন যে একটা সাধারণ উত্তপ্ত এবং ঘন আদি অবস্থা থেকে সমগ্র মহাবিশ্ব সম্প্রসারিত হওয়া। এই সম্প্রসারন একটা সুনিদিষ্ট সময় কাঠামোতে অতীতে হয়েছে যা মোটামুটি ১৩.৭ বিলিয়ন বছর আগে ঘটেছিল এবং এখনো চলতেছে। বিগব্যাঙ মডেলের তত্ত্বমতে মহাবিশ্ব সম্প্রসারন হয়েছে অতন্ত্য (extremely) ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে এবং আজ পযর্ন্ত তা অনবরত সম্প্রসারিত হয়ে চলেছে। ইহা বুঝানোর জন্য বিজ্ঞানীরা এরকম একটা কমন উদাহরণ ব্যবহার করেন যে , গ্যালাক্সি গুলো ধারণ কৃত মহাবিশ্ব যা সম্প্রসারিত হয় তা হল কিসমিস ধারনকৃত একটা ক্রমান্বয়ে বেড়ে যাওয়া পাউ রুটি। ১৯৬৪ সালে কসমিক ,মাইক্রো ওয়েব ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিস্কারের পর এবং মূলত এর বর্ণালী আবিস্কারের পর ব্ল্যাকবডি (অজানাবস্তু) এর লেখচিত্র অংকন করা সম্ভব হয়েছে যাতে অধিকাংশ বিজ্ঞানীরা কিছু বিগব্যাঙ সিনারিও (some Big Bang scenario) এর অস্তিত্ব স্বীকার করতে স্বস্তি বোধ করেন।... (চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।