আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রচারীর পরীক্ষা রংগ

ব্যাক টু দ্য প্যাভিলিয়ন সেই কেজি-টু এর ভর্তি থেকে যে পরীক্ষা জীবন শুরু করসিলাম তা এখনও শ্যাষ করতে পারলাম না। তবে এবার প্রফেশনাল এক্সাম দিতে গিয়া বুঝলাম ‘ হাউ মেনি পেডি , ইন হাউ মেনি রাইস। ’ হায়রে , আগে পরীক্ষা দিতাম ৮০+ পাওনের লাইগা, আর এহন দেখি পাশ লইয়াই টানাটানি । কোন মতে কানের পাশ দিয়া বুলেটখান পার হইতে পারলেই রক্ষা । আমগো পরীক্ষাগুলান আবার চরম ভ্যাজাইল্লা ।

কোন কোন টাতে পাশ মার্ক-ই ৮০ (১০০ তে ) পরীক্ষাগুলান আবার ঢাকায় যাইয়া দিতে হইসিল …………আমাগো সুন্দর একাডেমি ছাইড়া বস্তাপঁচা ঢাকায় প্রায় এক মাস হোটেলে ছিলাম,তার উপ্রে পরীক্ষাও মাশাল্লাহ একেক্টা সেই রকম হচ্ছিল , মেজাজ-মুজাজ তাই সবার পুরাই বিখাউজ………। এই পরীক্ষা সময়কালীন কিছু ঘটনা শেয়ার করছি…… পরদিন ওশান নেভিগেশন পরীক্ষা ( অনেকটা ম্যাথমেটিক্সের মত )……৫-৬ ঘন্টা পইড়া মাথার ঊকুন সব মরার দশা । এই সময় এক ফ্রেন্ড কয় সে পরীক্ষা দিবে না… তার মাথায় বলে কিসসু ঢুক্তাসে না । তারে কিছুক্ষন বুঝাইলাম……লাভ নাই……অবশ্য নিজের অবস্থাই কেরোসিন……। ।

রাত দশটার দিকে আরেক ফ্রেন্ড রুমে আইসা চোখ বড় বড় কইরা তাকাই আছে…। কয় ‘ দোস্ত মাথা হ্যাং হইয়া গেসে ’......আমি নিজেও টেনশিত হয়া গেলাম……এ সময় আমাদের এক সিনিয়র ফোন করে জিজ্ঞেস করলেন ‘ কি ব্যাপার , তোমাদের প্রিপারেশনের কি অবস্থা ? ’ আমি বললাম ‘ স্যার , অলরেডি এক উইকেট পড়ে গেসে আর একজন রিটায়ার্ড হার্ট ’ ব্লগ আর ফেসবুকে যেখানে যত জোক্স পাই মোটামুটি সবই মনে রাখার চেষ্টা করি আর ফ্রেন্ডদের মাঝে সেগুলা বিতরন করি । পরীক্ষার আগে মাঝে মাঝে যখন মাথামুথা জ্যাম হয়ে যেত তখন কিছুক্ষন আড্ডা দিয়ে , জোক্স বলে মাথা ঠান্ডা করার ট্রাই করতাম। তো আমার এক পরীক্ষার আগে চার দিন গ্যাপ থাকায় আমি আমার ঢাকার এক বন্ধুর বাসায় গেলাম । পরদিন আবার আমার আরেক বন্ধুর পরীক্ষা ।

সকালবেলা আমাকে ফোন করল ‘ দোস্ত,আজকে এম্নেই প্রিপারেশন খারাপ, মাথা-মুথাও গরম ,তার উপ্রে তোর জোক্সও শুনি নাই । একটা জোক্স শুনা……। আমিতো থ!!! আমি কইলাম ‘ দোস্ত , পরীক্ষা দিয়ে আসার পর তোর মনতো এমনেই খারাপ থাকবে ,তখন-ই শুনাই । ’ ওরাল ( ভাইভা এক্সাম ) আরেক মজার । আমরা ফ্রেন্ডরা একেকজন এক এক ধরনের জাহাজ (যেমন – বাল্ক , কন্টেইনার , কেমিক্যাল ) চাকরি করেছি ।

তো ভাইভা যিনি নেন সেই স্যার আবার যে যেই ধরনের জাহাজে ছিল তাকে সেই জাহাজ সম্পর্কে জিজ্ঞেস না করে অন্য ধরনের জাহাজ সম্পর্কে জানতে চান । তো আমার এক ফ্রেন্ড ওয়েল ট্যাঙ্কারে ( তেল পরিবহনকারী )ছিল । স্যার ওকে ওয়েল ট্যাঙ্কার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। ফ্রেন্ডটাও খুশি মনে উত্তর দিচ্ছে । কিছুক্ষন পর স্যার বললেন ‘ ওকে জেন্টেলম্যান , নাও উই উইল স্টার্ট দা এক্সাম আর ফ্রেন্ডটা ভাবছে …… এতক্ষন কি দিলাম ।

** পরীক্ষার ব্যস্ততার কারনে অনেকদিন ব্লগ লেখা হয় না.....আবার শুরু করলাম ** আমার নিরাপত্তা জনিত কারণে পোষ্টে বন্ধুদের নাম দিলাম না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।